E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আমাদের কপালে আরো দুর্ভোগ আছে!

২০১৪ এপ্রিল ০২ ১৩:৫৩:২১
আমাদের কপালে আরো দুর্ভোগ আছে!

স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসান এখন সবার লক্ষ্যবস্তুতে পরিনত হয়েছেন।

তিনি কি বলেছেন? যা বলেছেন সবই সত্য বলেছেন।

মনে রাখতে হবে সাকিব কোন রাজনৈতিক নেতা নয় যে তার সব কথা পলিটিকালি ও ইথিকালি কারেকট হতে হবে। সে একজন স্পোর্টসম্যান এবং সে তার মনের কথা তার মত করে সততার সাথেই বলেছে।
১.

তাদের উপর অনেক চাপ। কথাটা সত্য। দর্শক , মিডিয়া এবং বোর্ড, সবাই এমন ভাব করে যেন তাদের জিততে্ই হবে। দর্শক নাহয় বোঝে না, তাদের প্রত্যাশা থাকতেই পারে। কিন্তু পড়ে দেখেন তো সংবাদপত্রের রিপোর্টগুলি, এর অনেকগুলির ভাষা রীতিমত ব্যঙ্গাত্মক।

যে বোর্ডটি এখন আছে সেটার নির্বাচন কিভাবে হয়েছিল নিশ্চয়ই আপনারা ভুলে যান নাই। সাবের হোসেন চৌধুরী নির্বাচন থেকে অনিয়মের অভিযোগ করে সরে যেতে বাধ্য হয়েছিলেন। এই বোর্ড একটি দলীয় বোর্ড, ঠিকমত নির্বাচন হলে যার অর্ধেক লোকের নির্বাচিত হবার কথা ছিলনা। আপনাদের মনে নাই আগের বোর্ডের চেয়ারম্যান সাকিবের সাথে কেমন দুর্ব্যবহার করেছিলেন? মাফ চাইতে বাধ্য করেছিলেন।

সাকিবের দামী কথাটার বিষয়ে সবাই চুপ। তিনি বলেছেন টিম থেকে বাদ পড়ার ভয় নিয়ে যারা খেলে তাদের খেলার মান পড়ে যায়। এর চাপ সবার উপরে পড়ে।

আপনারা ভূলে গেছেন , একটা দুটা খেলা খারাপ খেললেই আশরাফুলকে আমরা কিভাবে বাদ দিয়েছি। ফর্মে থাকা অবস্থায় বুলবুলকে অবসর নিতে বাধ্য করেছি। এই ভয়ে আশরাফুল দ্রুত নিজের ভবিষ্যত আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে কি বড় ভুলই না করে বসল।

অথচ আত্মীয় সিলেকটর হলে, বোর্ড মেম্বার হলে কারো কারো জীবনেও বাদ পড়ার চান্স থাকে না।
২.

দেশের মাটিতে খেলা ঠিক কি ঠিক না এই লিডিং কোশ্চেন টা সাংবাদিক ইচ্ছা করেই করেছেন। ট্র্যাপে পা দিয়ে সাকিব বলে ফেলেছেন প্রত্যাশার সীমা বোঝা উচিত। দেশের মাটিতে বছর দুয়েক না খেলে বিদেশে খেলা দরকার। এটা একটা আংশিক উত্তর হয়ে গেছে।আরেকটু বুঝিয়ে বললেই হতো দেশের মাটিতে সব দল ডেকে এনে চ্যাম্পিয়নশিপ না খেলাই উচিত।কারন এতে করে দল ছয় সাতটা দলের সাথে একবার করে খেলে।ফলে সিংগল এনকাউন্টারে হেরে যাবার চান্স থাকেই। কারন আমাদের দল দুর্বল। দ্বিপাক্ষিক সিরিজ হলে এটাতে তিনটা হেরে দুটায় জেতা যায়। অথবা নিউজিল্যান্ড বা জিম্বাবুয়েকে ওয়াশ ও করা যায়।

কিন্তু সাকিবের এই কথাটা সবাই এড়িয়ে গেলো যে, আমাদের খেলোয়াড়ের সরবরাহ কম। বলেনতো এই সিজনে স্কুল কিকেটের চ্যাম্পিয়ন কোন স্কুল? নির্মান স্কুল ক্রিকেট কি এখনো হয়?

ঘরোয়া মাঠের অধিকাংশ খেলা হয় দর্শক বিহীন মাঠে। আমরা ৫০ টাকার টিকেট কিনে খেলা দেখি না, কিন্ত বিদেশী দলের সাথে খেলার টিকেট সার্কাস দেখার মতো হাজার টাকা দিয়ে কিনতে ওস্তাদ।বলেন তো বাংলাদেশের ২৫ জন কিশোর খেলোয়াড়ের নাম, যারা টেস্টে বা ওয়ানডে দলে জায়গা পাবার জন্য লড়ছে। খেলা দেখি খালি জাতীয় দলের, এমনিতে স্টেডিয়ামে যাই না, অথচ সমালোচনা করার সময় বড় বড় কথা আমরা সবাই বলতে থাকি। আমরা এমনিতে নাচ দেখি না কিন্তু ভাবসাব এমন যে মনে হয় আমরা ব্যালে নাচের মহা সমঝদার।
৩.

আপেল কমলা মাল্টা কে আক্ষরিক অর্থে ধরে নিয়ে আমরা মহা চেচামেচি করছি। সাকিব এর কথার সাধারন অর্থ হলো বিদেশীরা ছোটবেলা থেকেই পুষ্টি পায়। আমরা সেটা পাই না। কথাটা কি মিথ্যা? ।

আমাদের জাতীয় দলের খেলোয়াড়দের পারিবারিক আর্থিক অবস্থান বিবেচনা করেন। শতকরা কতজন ধনী পরিবার থেকে এসেছেন? তারা কি ছোটবেলা থেকে গ্রুমড? আপেল কমলা মাল্টাতে ভেজাল বলা মানে শুধু এই তিনটা ফলে না, সারা দেশের সকল খাদ্যেই তো ভেজাল্। সাকিব খেলোয়াড়ী ঢং এ সাধারন মানুষের মতো কথা বলেছেন। সেটাতো কোন অন্যায় না। কথাতো মিথ্যাও না। আমাদের খেলোযাড়রা অনেক বেশী ”ইনজ্যুরি প্রোন” । এর কারনও কিন্তু ছোটবেলা থেকে মাসল বিল্ড আপ বা ফিজিও না করা, স্ট্রেচিং না করা এর জন্য দায়ী। এসব শেখানোর জন্য কোন ভালো ব্যবস্থা কি এখনো আছে? স্কুল গুলোর পিটি টিচারের প্রশিক্ষন কি মানসম্মত। ওয়ার্ম আপ কি জিনিষ সেটাই তো এখনো ভালো করে আমাদের বাচ্চারা বোঝে না।

তারপর আছে ২০-২৫ হাজার টাকা রেস্টুরেন্টে খাবার কথা। সাকিব তার আগের লাইনেই বলেছে, যে জাতীয় দলের ক্রিকটোরদের যে মান রাখতে হয়..এই মান হলো জীবন মান.... বলেন তো সাকিব বুমারসে ৩৫০ টাকার বুফে খেতে ঢুকলে তাকে আপনারা খেতে দিতেন, অটোগ্রাফ আর ফটোগ্রাফের ঠেলায় চামড়া তুলে নিতেন না?

আপনারা ওয়েস্টিনে গিয়ে চেক ইন দিলে দোষ না্ই, সাকিব বললেই দোষ? ঢাকার একটা সাধারন দোকানের বুফেই তো এখন ২০০০++ ভ্যাট...ওয়েস্টিনে কত? ৩৫০০++ গ্লোরিয়া জিন্স আর বারিস্তার কফির দাম কত? সাকিব কি মিথ্যা কিছু বলেছে।

আর ব্যক্তিগত জীবন নিয়ে কটুক্তি করা নিয়ে সাকিব যা বলেছেন, তার বিয়ে তার স্ত্রী শিশিরকে নিয়ে নানা রকম কথা বার্তা, এমনকি স্টেডিয়ামের ঘাসে শিশিরের সাথে তার স্ত্রীর নাম মিলিয়ে নানা রকম হেডলাইন?
এগুলার জন্য জীবনে সাকিবকে সরি বলেছেন কেউ? এগুলা কি ঠিক? বুকে হাত দিয়ে বলেন তো এসব অসভ্যতার জন্য কি তার কাছে অনেকেরই মাফ চাওয়া উচিত নয়?

এরপর সাকিব কিন্তু দেশের কাছে ঋণ স্বীকার করেছেন।নিজের সাফল্য ব্যর্থতার দায় স্বীকার করেছেন। সবচেয়ে বড় যে কথাটা বলেছেন সেটা হলো সত্যিকারের চ্যালেঞ্জের সামনে দেশপ্রেম প্রমান করার সাহস হয়তো ৯০% মানুষেরই নাই।

এই লাইনটা হেডিং হলে ভালো হতো।

আমারো এটা মনে হয়।

স্টেডিয়ামে যে দেশের লোক ভারত পাকিস্তানের পতাকা দোলায়, সেদেশের নিজের দল প্রতি খেলায় জিতবে এটা ভাবা কঠিন। জীবনে কোনদিন কোন খেলায় এক দেশের মানুষকে অন্য দেশের পতাকা দোলাতে দেখেছেন? এটা কেবল বাংলাদেশেই সম্ভব।

আমরা খেলা দেখে শুধুই অ্যাড্রিনালিন রাশ উপভোগ করতে যাই। রেসের ঘোড়া না জিতলে যেমন ঘোড়াকে গালাগাল করে জুয়াড়ি তেমনি আমাদের অ্যাড্রেনালিন জাংকি দর্শক পাকিস্তানের চার ছক্কায় আফ্রিদিকে বিয়ে করার জন্য চিৎকার করে।

সাকিব ভালো খেলবে এটা আশা করা ভুল না, এবং সে ভালো খেলেছে এবং খেলেই চলেছে।

তবে সাকিব খুব সুন্দর সুন্দর কথা বলবে এটা একটা অদ্ভুত প্রত্যাশা।

আমাদের চেয়ে কম রানে অস্ট্রেলিয়া আউট হয়েছে, নিউজিল্যান্ড আউট হয়েছে, পাকিস্তান আউট হয়েছে। ৬০, ৮৬, ৮২। আমাদের দল এমন কি খারাপ খেলেছে আসলে?

মমিনুলকে বাদ দিয়ে ফরহাদুর রেজাকে রাখবেন? তামিম আর নাসিরের কি অবদান এবার? দলতো খারাপ খেলে না্ই। খারাপ তো খেলেছে সিলেকটররা। বিশেষ করে জনাব ফারুক । তার একটা সাক্ষাতকার ছাপলে বরং ভালো হতো। কোন যুক্তিতে ফরহাদুর রেজা খেলে টি ২০ এক্সপার্ট তকমা পেয়ে?

ভন্ডামীতে ভরা সমাজে বাস করে আমরা এখন ভন্ডামীতে পরিপূর্ণ সাক্ষাতকার পড়তে চাই।
সাকিবের সাক্ষাতকারটি ছিল সহজ সরল।সত্য কথায় পরিপুর্ণ এবং আন্তরিক। আমরা এখন এটা নিয়ে প্যাঁচ কষছি।

আমাদের কপালে আরো দুর্ভোগ আছে।

(ওএস/এটি/ এপ্রিল ০২, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test