E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ব্রিজবেন টেস্টের প্রথম দিন শেষে শক্ত অবস্থানে ভারত

২০১৪ ডিসেম্বর ১৭ ১৯:২০:২৫
ব্রিজবেন টেস্টের প্রথম দিন শেষে শক্ত অবস্থানে ভারত

স্পোর্টস ডেস্ক, ঢাকা : সফরকারী দল ভারত ব্রিজবেনে অনুষ্ঠিত ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে মুরালি বিজয়ের শতকে চার উইকেটের বিনিময়ে ৩১১ রান সংগ্রহ করেছে।

বৃহস্পতিবার ব্যাট হাতে দ্বিতীয় দিন শুরু করবে আজিঙ্কা রাহানে (৭৫) এবং রোহিত শর্মা (২৬)।

এর আগে গাব্বাতে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। ব্যাট করতে নেমে দলীয় ৫৬ রান যোগ করতেই শন মার্সের বলে সাজঘরে ফেরেন শেখর ধাওয়ান (২৪)। এরপর আরেক ওপেনার মুরালি বিজয়ের সাথে প্রথমদিকে ভালোই তাল দিচ্ছিলেন চেতেশ্বর পূজারা। কিন্তু তিনিও দলীয় ১০০ রানের মাথায় ব্যক্তিগত ১৮ রানে অভিষিক্ত হাজলউডের বলে আউট হন। তবে প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টে জ্বলে উঠতে পারেননি বিরাট কোহলি। পূজারার কোহলি ব্যাট হাতে নামলে ব্যক্তিগত ১৯ রান করেই হাজলউডের বলে আউট হন তিনি। এরপর আজিঙ্কা রাহানে মাঠে নেমে একদিকে হাল ধরে থাকা মুরালি বিজয়ের সাথে চতুর্থ উইকেটে ১২৪ রানের বড় জুটি গড়েন। এরই মধ্যে শতকের দেখা পান বিজয়। কিন্তু ব্যক্তিগত ১৪৪ রানের সময় নাথান লায়নের স্পিন ঘুর্নির ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন বিজয়। পঞ্চম উইকেটে রোহিত শর্মাকে নিয়ে ৫০ রানের অপরাজিত জুটি দিয়ে প্রথম দিন শেষ করেন রাহানে।


চার উইকেটের মধ্যে অভিষেক হওয়া জস হাজলউড দুইটি উইকেট নিয়েছেন। এছাড়া নাথান লায়ন এবং শন মার্স প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন।

উল্লেখ্য, অ্যাডিলেডে অনুষ্ঠিত হয়ে যাওয়া প্রথম টেস্টে জয় পেয়ে ১-০ তে সিরিজের নেতৃত্বে রয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া।


(ওএস/পি/ডিসেম্বর ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test