E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অস্ট্রেলিয়া দাপটে উড়ে গেল ভারত

২০১৪ ডিসেম্বর ২০ ২০:১৬:০৯
অস্ট্রেলিয়া দাপটে উড়ে গেল ভারত

স্পোর্টস ডেস্ক, ঢাকা : ঘরের মাঠে বাঘ তারা। পরের মাঠে বাঘের মাসিও নয়। ভারত আবারও সেটার প্রমাণ দিতে শুরু করেছে। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কাকে ধরাশায়ী করার পর অস্ট্রেলিয়া সফরে যায় তারা। সেখানে প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্টেও পরাজয়ের স্বাদ নিয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য ১২৮ রানের টার্গেট ৬ উইকেট হারিয়ে ছুঁয়ে ফেলে অস্ট্রেলিয়া। একদিন হাতে রেখে ৪ উইকেটে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল অসিরা।

প্রথম ইনিংসে ব্যাট করে মুরালি বিজয়ের ১৪৪ রানে ভর করে ৪০৮ রান করে ভারত। জবাবে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে সংগ্রহ করে ৫০৫ রান। সর্বোচ্চ ১৩৩ রান আসে স্টিভেন স্মিথের ব্যাট থেকে। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি সফরকারীরা। মাত্র ২২৪ রানে অলাউট হয়ে যায় ধোনি বাহিনী। ফলে অস্ট্রেলিয়ার সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় মাত্র ১২৮ রান। অবশ্য এই রান তুলতেও গলদঘর্ম হতে হয়েছে অসিদের। হারাতে হয়েছে ছয়-ছয়টি উইকেট। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৫৫ রানের ইনিংস খেলেন ক্রিস রজার্স। তার এই ইনিংসে ১০টি চারের মার ছিল। বল হাতে ভারতের ইশান্ত শর্মা ৩টি ও উমেশ যাদব ২টি উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর :
অস্ট্রেলিয়া-
প্রথম ইনিংস : ৫০৫/১০ (স্মিথ ১৩৩, যাদব ৩/১০১)
দ্বিতীয় ইনিংস : ১৩০/৬ (রজার্স ৫৫, ইশান্ত ৩/৩৮)।

ভারত-
প্রথম ইনিংস : ৪০৮/১০ (বিজয় ১৪৪, হাজলেউড ৬/৬৮)
দ্বিতীয় ইনিংস : ২২৪/১০ (ধাওয়ান ৮১, জনসন ৪/৬১)।

ফল : অস্ট্রেলিয়া ৪ উইকেট জয়ী
ম্যাচ সেরা : স্টিভেন স্মিথ

(ওএস/পি/ডিসেম্বর ২০, ২০১৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test