E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফুটপাতের খাবারেই সন্তুষ্ট থাকতে হলো ইশান্ত ও রায়নাকে

২০১৪ ডিসেম্বর ২১ ২০:৪০:৫৮
ফুটপাতের খাবারেই সন্তুষ্ট থাকতে হলো ইশান্ত ও রায়নাকে

স্পোর্টস ডেস্ক, ঢাকা : ভারতীয়রা যেখানেই যান, সেখানে তাদের জন্য নিরামিষ রাখতে বলা হয়। খেলার সময় প্রতিটি হোটেলে সে ব্যবস্থা করাও হয়। কিন্তু বিপত্তি ঘটল অস্ট্রেলিয়ায়। ঘটনা শনিবারের। লাঞ্চের সময় ইশান্ত শর্মা এবং সুরেশ রায়না দেখলেন সবজির নিরামিষ শেষ হয়ে গেছে। কর্তৃপক্ষকে তারা হাঁক দিলেন নিরামিষ আনতে। কিন্তু হায়! নিরামিষ শেষ। এরপর বিষয়টি নিয়ে হোটেলে ভারতীয়দের মধ্যে একটু আলোচনা হয়েছে ঠিকই, কিন্তু ততটা জলঘোলা হয়নি। তবে রেগেমেগে বেরিয়ে আসেন ইশান্ত, রায়না। ফুটপাতের একটি হোটেল থেকে খাবার আনতে যান তারা।

কিন্তু বিপত্তি এখানেও। হোটেলওয়ালাদের কড়া নিয়ম-বাইরের খাবার ভেতরে আনা যাবে না। অগত্যা ওই ফুটপাতের হোটেলে বসেই খেতে হয় তাদের। এদিকে এই ঘটনার পর ভারতীয় খেলোয়াড়দের ভেতর অসন্তোষ দেখা দিয়েছে। খাবার কম পড়ার ব্যাপারটি এবারই প্রথম হলে কথা ছিল, এমন ঘটনা নাকি সেই প্রাকটিস ম্যাচ থেকে ঘটছে।

(ওএস/পি/ডিসেম্বর ২১, ২০১৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test