E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নিজের পায়ে নিজেই কুড়াল মারলেন পিটারসেন!

২০১৪ ডিসেম্বর ২২ ২০:০৫:০৮
নিজের পায়ে নিজেই কুড়াল মারলেন পিটারসেন!

স্পোর্টস ডেস্ক, ঢাকা : ইংলিশ ব্যাটসম্যান কেভিন পিটারসেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ড কর্মকর্তাদের করা মন্তব্যে ইংল্যান্ড ক্রিকেট দলে ফেরার আশা অনেকটাই ছেড়ে দিয়েছেন। অ্যালিস্টার কুকের স্থানে ইয়ন মরগান ইংল্যান্ড দলের অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর দলে ফেরার একটা উপায় দেখছিলেন কেপি। তবে তাকে নিয়ে পল ডাউনটন এবং জেমস হুইটেকারের করা মন্তব্যে সে আশা ধূলিসাৎ হয়ে যায় তার। এই দুই বোর্ড কর্মকর্তা সাফ জানিয়ে দেন, অধিনায়কত্ব বদল হলেও পুনরায় দলে যোগ দেওয়ার কোন পথ নেই পিটারসেনের। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক ডাউনটন এ সম্পর্কে বলেন, ‘ পিটারসেনের সাথে জানুয়ারিতে বোর্ডের চুক্তি শেষ হবে। তার সাথে নতুনভাবে চুক্তি করার সম্ভাবনা কম।’

তিনি আরো বলেন, ‘যদিও কিছু একটা হতো, কিন্তু কেভিনের বই (আত্মজীবনী) সে পথ বন্ধ করে দিয়েছে। তার ব্যাপারে আমাদের ভাববার কোন আগ্রহ নেই।’ এছাড়া ইংলিশ দলের নির্বাচক হুইটেকার সোজাভাবে জানিয়ে দিলেন দলে ফিরছেন না কেপি। তিনি বলেন, ‘না, না, না। সে (পিটারসেন) আর কখনই ইংল্যান্ড দলে ফিরতে পারবেনা।’

এদিকে ৩৪ বছর বয়সী কেভিন পিটারসেন এসব কথায় বেশ চটেছেন। রোববার এ নিয়ে নিজের টুইটার একাউন্টে তিনি লেখেন, ‘ডাউনটন ও হুইটেকারের অসম্মানজনক মন্তব্যের পর আমার মনে হচ্ছে, ইংল্যান্ড দলে আমার জায়গা ফিরে পাওয়ার কোন পথ আর নেই।’ তবে চলতি মৌসুমে অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগ বিগ ব্যাশ টি-২০ তে মেলবোর্ন স্টার্সের হয়ে দারুণ সময় পার করা কেভিনের পক্ষ নিয়েছেন সাবেক অজি ব্যাটসম্যান ম্যাথু হেইডেন। কেপি সম্পর্কে তিনি বলেন, ‘আমি মনে করি ইংল্যান্ড দলে তার না থাকাটা হাস্যকর। এটা স্রেফ পাগলামি।’ তিনি আরো বলেন, ‘বিগ ব্যাশে তার ব্যাটিং দেখে আমি মুগ্ধ। বিশ্বকাপের মতো আসরগুলোতে এই ধরণের ব্যাটিং দলকে জেতাতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’

উল্লেখ্য, কেভিন পিটারসেন ইংল্যান্ড দলের হয়ে মোট ১৩৬ ম্যাচে নয়টি শতকসহ ৪০.৭৩ গড়ে রান করেছেন।

(ওএস/পি/ডিসেম্বর ২২, ২০১৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test