E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাকিবকে নিয়ে কাটেনি ধোঁয়াশা

২০১৪ ডিসেম্বর ২২ ২০:২৬:০৭
সাকিবকে নিয়ে কাটেনি ধোঁয়াশা

স্পোর্টস ডেস্ক, ঢাকা : বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নিষেধাজ্ঞা কাটানোর পরপরই অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট লিগ ‘বিগ ব্যাশ টি-২০’ তে খেলা নিয়ে আলোচনার কেন্দ্রে রয়েছেন। এর সবচেয়ে বড় কারণ হলো, সময়মত বিদেশি লিগে খেলার ব্যাপারে নিষেধাজ্ঞা কাটাতে না পারায় চলতি মৌসুমে তার দল অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে খেলার সুযোগ হারান তিনি।

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরপরই তিনি কথা চালিয়ে যান বিগ ব্যাশে খেলার জন্য। এমনকি সাকিব কয়েক দিন আগে নিজেই জানান-চলতি মৌসুমেই তিনি খেলবেন। এমনকি দলও নাকি চূড়ান্ত হয়ে গেছে শুধু আনুষ্ঠানিক ঘোষণাটাই বাকি। ফক্স স্পোর্টসে প্রকাশিত সংবাদের বরাত দিয়ে জানা গেছে, এবার মেলবোর্ন রেনিগেইডসের হয়ে খেলবেন সাকিব।

সাকিবের বিগ ব্যাশে অংশ নেওয়ার সম্ভাবনা আরো বাড়িয়ে দেয় যখন তিনি শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র (এনওসি) চেয়ে আবেদন করেন। এদিকে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী গণমাধ্যমকে জানান, কিছুদিন আগে বিসিবি তাঁর বিদেশি লিগ খেলার ওপর থেকে নিষেধাজ্ঞাও তুলে নেওয়ায় সাকিবের এনওসি পেতে কোনো বাধা নেই। অবশ্য তাকে সেটি দেওয়ার আগে কোচ চন্দিকা হাথুরুসিংহের সঙ্গেও কথা বলে নিতে চায় বিসিবি। কারণ সাকিব তার আবেদনে লিখেছেন বিগ ব্যাশ শেষ করেই অস্ট্রেলিয়াতে বাংলাদেশ দলের বিশ্বকাপ ক্যাম্পে যোগ দিতে চান তিনি। এখন দেখার এ বিষয় নিয়ে কোচ কি বলেন।

নিজামউদ্দিন চৌধুরী আরো বলেন, ‘সাকিব দেশে ফিরে দলের সঙ্গে যাবে নাকি অস্ট্রেলিয়াতেই অনুশীলন শিবিরে যোগ দেবে, সে বিষয়ে আমরা আগে হেড কোচের সঙ্গে কথা বলে নিতে চাই।’ এক্ষেত্রে কোচের সাথে কথা বলে সবকিছু নিশ্চিত হওয়াই ভালো। তাহলে আর ক্যারবিয়ান ক্রিকেট লিগে খেলতে যাওয়ার আগের পরিস্থিতির পুনরাবৃত্তি হওয়ার আশঙ্কা থাকেনা।

(ওএস/পি/ডিসেম্বর ২২, ২০১৪)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test