E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ধোনির বিদায় যে কারণে

২০১৫ জানুয়ারি ০২ ১১:৪২:৩৭
ধোনির বিদায় যে কারণে

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেটে দোর্দণ্ড প্রতাপে যিনি নিজ গুণেই রাজত্ব করছিলেন এতদিন, হঠাৎ তিনি বিদায় জানালেন টেস্ট ফরম্যাটকে। কিন্তু কেন? এ প্রশ্ন সবার মনে। কারণ বিদায়ী ঘোষণায় ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি উল্লেখযোগ্যভাবে কোনো কারণকে সামনে আনেননি!

প্রশ্ন উঠেছে অনেক রকম। তার ওপর ভারতীয় ক্রিকেট বোর্ডের কোনো চাপ ছিল কি? দলের মধ্যে কোন্দল ছিল? নাকি তৃতীয় কোনো পক্ষ তার পিছু নিয়েছিল, তাকে সরিয়ে দিতে? আরো কত কী।

এসব প্রশ্ন যখন ধোনির কোটি ভক্তের মধ্যে ঘুরপাঁক খাচ্ছে, তখন ভারতের গণমাধ্যম জি নিউজ দিল গরম খবর। ক্রীড়াঙ্গনের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জি নিউজ বলছে, ধোনির বিদায়ের নেপথ্যে রয়েছেন প্রাক্তন ক্রিকেটার ও বর্তমানে দলের ম্যানেজারের দায়িত্ব পালন করা রবি শাস্ত্রী ও ক্রিকেটার বিরাট কোহলি!

ভারতের জাতীয় ক্রিকেট দলের ম্যানেজার রবি শাস্ত্রী দলীয় সিদ্ধান্তে অযাচিত হস্তক্ষেপ করতে থাকায় চরম খেপে ছিলেন ধোনি। টিম ইন্ডিয়ায় বিষয়ে শাস্ত্রীর নাকগলানো ধোনির বিদায়ের অন্যতম একটি কারণ বলে সূত্রের বরাত দিয়ে জি নিউজ জানিয়েছে।

এদিকে শাস্ত্রীর সঙ্গে কোহলির ঘনিষ্ঠতা দিনদিন বেড়েই চলেছে। ধোনিকে পাশ কাটিয়ে কোহলিকে নিয়ে শাস্ত্রীর মাতামাতি মেনে নিতে পারেননি ধোনি। এ বিষয়টিও টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে ধোনির মনকে তাড়িত করেছে বলে ধারণা করা হচ্ছে।

তবে জি নিউজের এই খবরের সত্যতা অন্য কোনো গণমাধ্যম থেকে নিশ্চিত হওয়া যায়নি।

(ওএস/এইচআর/জানুয়ারি ০২, ২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test