E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভারতীয় জাতীয় দলের কোচ হচ্ছেন মাইকেল হাসি!

২০১৫ জানুয়ারি ০২ ১৭:৪৯:১৮
ভারতীয় জাতীয় দলের কোচ হচ্ছেন মাইকেল হাসি!

স্পোর্টস ডেস্ক, ঢাকা : মহেন্দ্র সিং ধোনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। কিন্তু অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় আসন্ন বিশ্বকাপে ভারতীয় দলের তুরুপের তাস যে ৩৩ বছর বয়সী ধোনিই হবেন তাতে কোন সন্দেহ নেই। একই সঙ্গে ভারতীয় দলের সঙ্গে বর্তমান প্রধান কোচ ডানকান ফ্লেচারেরও শেষ এসাইনমেন্ট হবে এ মেগা ইভেন্ট। সেটা হলে খুব শিগগিরই নতুন কোচের সন্ধানে নামতে হবে ভারতকে। জিম্বাবুইয়ান ফ্লেচারের কাছ থেকে অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান মাইকেল হাসি এ দায়িত্ব গ্রহণ করুক, ধোনি এমনটাই চাচ্ছেন বলে জানা গেছে।

হাসিকে পছন্দ করার একটি কারণ হচ্ছে- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) উভয়েই চেন্নাই সুপার কিংস-এর হয়ে খেলেছেন এবং ধোনি মনে করছেন ৩৯ বছর বয়সী হাসি খেলাটি সম্পর্কে চমৎকার ধারণা রাখেন এবং ভাল ব্যবস্থাপনায় যথেষ্ট দক্ষ, অনেকটাই যেমন সাবেক কোচ গ্যারি কার্স্টেনের মধ্যে ছিল। দক্ষিণ আফ্রিকান কার্স্টেনের মতো হাসিও বর্তমান প্রজন্মের ক্রিকেটার এবং চেন্নাই সুপার কিংসের সাবেক ওপেনার মুরালি বিজয় তার কাছ থেকে অনেক বেশি উপকৃত হয়েছেন বলে মনে করছেন ধোনি। যার ফলশ্রুতিতে ভারতীয় দলের চলমান অস্ট্রেলিয়া সফরে ভাল রান পাচ্ছেন ডান হাতি ব্যাটসম্যান বিজয়। হাসির কাজের এথিকসও অসাধারণ এবং ২০০৯ সালের টি-২০ বিশ্বকাপের সময় ভারতীয় দল যখন বাজে ফর্মে ছিল তখন কার্স্টেন উদাহরণ হিসেবে হাসির কথা বলেছিলেন।

২০০৫-২০১৩ পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ৭৯ টেস্ট ও ১৮৫ ওয়ানডে খেলেছেন হাসি। আইপিএলেও চেন্নাই সুপার কিংসের হয়ে বেশ সফল ছিলেন হাসি। দলের হয়ে ২০১১ আসরের শিরোপা জয় করেন তিনি। নতুন কোচ নিয়োগের সময় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সাধারণত সুনিল গাভাস্কার এবং রবি শাস্ত্রির মত সাবেক খেলোয়াড়দের সঙ্গে পরামর্শ করে। এবার ধোনির পছন্দের বিষয়ে বোর্ড কোন আগ্রহ দেখায় কিনা সেটাই এখন দেখার বিষয়।

(ওএস/পি/জানুয়ারি ০২, ২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test