E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এবার শুভেচ্ছা দূত হলেন কেভিতোভা

২০১৫ জানুয়ারি ০২ ১৮:৩২:১৩
এবার শুভেচ্ছা দূত হলেন কেভিতোভা

স্পোর্টস ডেস্ক, ঢাকা : খেলাধুলার মাধ্যমে এক মিলিয়নেরও বেশি শিশুদের শিক্ষা এবং ক্ষমতায়ন নিশ্চিত করার একটি সংগঠনের নাম হলো রাইট টু প্লে। আর এই সংগঠনের বৈশ্বিক শুভেচ্ছাদূত হলেন চেক প্রজাতন্ত্রের টেনিস তারকা পেত্রা কেভিতোভা। বুধবার হংকংয়ে এই ঘোষণাটি করা হয়। চেক টেনিস তারকা কেভিতোভা বর্তমানে হংকংয়ে অবস্থান করছেন। এখানে তিনি অনুশীলণ করছেন। কারণ এখানে সেনজিন ওপেনে খেলবেন বিশ্ব টেনিস র‌্যাংকিংয়ের চার নাম্বার এই তারকা।

রাইট টু প্লে’র শুভেচ্ছাদূত হতে পেরে দারুণ উচ্ছ্বাসিত পেত্রা কেভিতোভা। এ বিষয়ে তিনি বলেন, ‘রাইট টু প্লে’র বৈশ্বিক ক্রীড়া দূত হতে পেরে আমি সত্যিই রোমাঞ্চিত। এটা এমন একটা দাতব্য কাজ যা আমি মনে-প্রাণেই বিশ্বাস করি। খেলাধুলার মাধ্যমে শিশুদেরকে শেখাতে আমারও মনও চায়। আর রাইট টু প্লে আমাকে তেমনই একটা সুযোগ করে দিল। যার জন্য তাদের প্রতি কৃতজ্ঞ আমি।’

দেড় দশক আগে রাইট টু প্লে নামক সংগঠনির জন্ম। ২০১০ সালে যার হাত ধরে প্রতিষ্টানটির যাত্রা শুরু হয় তিনি হলেন স্পিড স্ক্যাটিংয়ের সেরা তারকা জোহান কোস। স্পিড স্ক্যাটিংয়ে চারবার অলিম্পিক স্বর্ণপদক জয়ের মাইলফলকও তার দখলে। কেভিতোভাকে তাদের দলে যুক্ত করাতে পেরে দারুণ আনন্দিত সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং সিইও জোহান কোস। এ বিষয়ে তিনি বলেন, ‘পেত্রা কেভিতোভা একজন বিখ্যাত ক্রীড়াবিদ। আর তার মতো কাউকে আমাদের দলে যুক্ত করতে পেরে আমরা খুবই আনন্দিত। তিনি বর্তমান টেনিস বিশ্বের একজন সেরা তারকা। এ বিষয়ে কোন সন্দেহ নেই। শিুশুদের জন্য তার সাফল্য আমাদের কাজেও অনুপ্রেরণা যোগাবে।’

নতুন মৌসুমে গ্র্যান্ডস্লাম জয়ের পাশাপাশি টেনিস র‌্যাংকিংও উন্নতি করতে চান চেক টেনিস তারকা কেভিতোভা। সেজন্য নিজের ফিটনেসের উপর গুরুত্ব দিচ্ছেন তিনি। এ বিষয়ে কেভিতোভার অভিমত হলো, ‘দীর্ঘ সময়ের ফিটনেসের উপর গুরুত্ব দিতে হবে আমাকে। যখনই আমি অনুভব করি যে আমার কী কী উন্নতি করা প্রয়োজন। তখনই মনে হয় আমার ফিটনেস এবং মোভমেন্টের উন্নতি দরকার। তবে এজন্য প্রাক-মৌসুম সময়টা দারুণ কাজ করেছি আমি। আশা করি এই সময়টাই আমাকে ২০১৫ সালের পার্থক্য গড়ে দিবে। বিশেষ করে মৌসুমের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্ণামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনেই আমার সেরাটা দেখাতে চাই। এবার গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টগুলোতে পারফরমেন্সের ধারাবাহিকতাও ধরে রাখতে চাই। আর যদি সেটা সম্ভব হয় তাহলে অবশ্যই একদিন আমি বিশ্ব টেনিসের সেরা খেলোয়াড় হতে পারবো।’

(ওএস/পি/জানুয়ারি ০২, ২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test