E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগেও অসৎ কাজে তৎপর ছিলেন আশরাফুল!

২০১৫ জানুয়ারি ০২ ১৮:৩৭:৫৭
শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগেও অসৎ কাজে তৎপর ছিলেন আশরাফুল!

স্পোর্টস ডেস্ক, ঢাকা : বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে আলোচিত এবং সর্বোপরি সবচেয়ে নিন্দিত ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশ প্রিমিয়ার লিগে(বিপিএল) ম্যাচ ফিক্সিং এবং সবকিছু স্বীকার করা এবং সবশেষে নির্বাসন। খুব একটা ভালো অবস্থায় নেই তিনি। এবার নতুন করে ফের বিপাকে পড়েছেন জনপ্রিয় এই ব্যাটসম্যান। শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগেও (এসএলপিএল) নাকি ম্যাচ পাতিয়েছিলেন তিনি!

সবাই মিলে যখন আশরাফুলকে বাঁচানোর চেষ্টায় রত, ঠিক এই সময়েই এমন একটি বেফাঁস প্রতিবেদন ছেপে বসেছে শ্রীলঙ্কার ডেইলি মিরর পত্রিকা। দীর্ঘ এই প্রতিবেদনটিতে কিভাবে সবকিছু করেছিলেন আশরাফুল, তার বিষদ আলোচনা করা হয়েছে।

প্রতিবেদনটিতে বলা হয়, গত মাসে এসএলপিএলে ম্যাচ পাতানোর তথ্যপ্রমাণ শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) হাতে তুলে দিয়েছে আইসিসি। ম্যাচ পাতানোর অপরাধে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ আশরাফুল ২০১৩ সালের ২৩ মে আকসুকে একটি সাক্ষ্যমূলক জবানবন্দি দেন। সেখানেই এসএলপিএলের ম্যাচ পাতানোর বিষয়টিও উঠে আসে। এদিকে এসব কিছু নিয়ে নাকি একেবারেই ভাবছেন না আশরাফুল। তার মতে, যা হওয়ার হয়ে গেছে। নতুন করে হবার কিছুই নেই। তিনি বলেন, ‘সত্যি, বলতে এখন এ বিষয়ে আমি একেবারেই বিচলিত নই। কারণ, আমি মনে করি এটা নিয়ে আমার কোন সমস্যও হবে না। কারণ আমার বিরুদ্ধে যা হবার তা হয়ে গেছে।’ নতুন করে এসব নিয়ে খবর হওয়ায় তিনি প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, ‘আমি যা বলার আগেই বলে দিয়েছি। এসব নিয়ে ফের খবর হওয়ার কারণ আমার বোধগম্য নয়।’

প্রসঙ্গত, বিপিএলে ম্যাচ পাতানোর অভিযোগে এই মুহুর্তে নির্বাসিত রয়েছেন আশরাফুল। যদিও নিজে থেকেই সবকিছু শেয়ার করার কারণে বিসিবির ডিসিপ্লিন্যারি কমিটি আশরাফুলের শাস্তি কমিয়ে দিয়েছে।

(ওএস/পি/জানুয়ারি ০২, ২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test