E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ধোনির প্রস্তাবে বিস্মিত হাসি!

২০১৫ জানুয়ারি ০২ ১৮:৫৪:৩৬
ধোনির প্রস্তাবে বিস্মিত হাসি!

স্পোর্টস ডেস্ক, ঢাকা : মাহেদ্র সিং ধোনি চলতি সিরিজেই টেস্ট বিদায়ের ঘোষণা দিয়ে ক্রিকেট বিশ্বকে অবাক করেই চুপসে যান নি। তিনি অজিদের সাবেক তারকা ব্যাটসম্যান মাইক হাসিকে একটি খুশির প্রস্তাব দিয়ে অবাক করেছেন। ধোনির দেয়া খবরে বেশ অস্বস্তিতে অস্ট্রেলিয়ার সাবেক এ বাঁ-হাতি ব্যাটসম্যান। একই সাথে লক্ষ্য করা গেছে তিনি কিছুটা বিস্মিতও বটে।

টেস্টকে বিদায় জনালেও বিশ্বকাপে খেলবেন মাহি। দল নিয়ে তার স্বপ্ন শেষ হয়ে যায় নি। গত আসরে ভারতে বিশ্বকাপ এনে দিয়েছেন মাহেন্দ্র সিং ধোনি। তবে তিনি চান ডানকান ফ্লেচারের উত্তরসূরি হিসেবে মাইক হাসিকে ভারতীয় দলে আনতে। মাইক হাসি তার খুবই ভালোলাগা একজন খেলোয়াড়। বলতে দ্বিধা করেননি এটাও। ভারতীয় বোর্ডকে হাসিকে কোচ করার পরামর্শ দিয়েছেন টেস্ট ক্রিকেট থেকে সদ্য অবসর নেওয়া ভারত অধিনায়ক।

অন্যদিকে জাতীয় দল থেকে অবসর নিলেও বাইশ গজকে পুরোপুরি বিদায় জানাননি হাসি। তুলে রাখেননি ব্যাট। আইপিএল সেভেনে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে মাঠে নেমেছিলেন তিনি। অস্ট্রেলিয়ার টি-২০ টুর্নামেন্ট বিগ ব্যাশ-এ সিডনি থান্ডারের নেতা ধোনির এমন আকস্মিক ঘোষণায় হতবাক হাসি।

শুক্রবার এক সাক্ষাৎকারে মিস্টার ক্রিকেট বলেন, ‘আমি জানি না, এই মুহূর্তে আমি এই চ্যালেঞ্জ নিতে তৈরি কি না। আমি তো এখনও খেলে যাচ্ছি। তবে, আমার নাম নেওয়ার জন্য এমএস-কে ধন্যবাদ।’ মঙ্গলবার মেলবোর্ন টেস্টের পর পাঁচ দিনের ক্রিকেট থেক অবসর নেন ধোনি। দু’দিন পর ফ্লেচারের উত্তরসূরি হিসেবে হাসির নাম করেন ভারতের প্রাক্তন টেস্ট অধিনায়ক।

আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের হয়ে ছ’বছর হাসির সঙ্গে খেলেছেন ধোনি। ভারতের পরবর্তী কোচ হিসেবে হাসিকে দেখতে চান মাহি। বিশ্বকাপের পরই ফ্লেচারের সঙ্গে বিসিসিআই-এর চুক্তি শেষ হচ্ছে। আর এর পরেই ভারত দলে হাসিকে পেতে তদবির শুরু করেছেন মাহি।

(ওএস/পি/জানুয়ারি ০২, ২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test