E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সৌম্যের স্বপ্নপূরণ হলো আজ

২০১৫ জানুয়ারি ০৪ ১৯:০০:২৪
সৌম্যের স্বপ্নপূরণ হলো আজ

স্পোর্টস ডেস্ক, ঢাকা : নির্বাচকরা জিম্বাবুয়ে সিরিজে সৌম্য সরকারকে সুযোগ দিয়ে পরোক্ষ করতে চেয়েছিল। এক ম্যাচের সে পরীক্ষাতে ভালোই করেছিলেন তিনি। মাত্র ২০ রানের একটি ইনিংস খেললেও তার ব্যাটিংয়ের ঢং ও সাহসী মনোভাব মনোযোগ কেড়েছিল নির্বাচকদের। আর বিসিবিও চাইছিল একজন পেস অলরাউন্ডারকে দলে রাখতে। ব্যাটে-বলে দারুণভাবে মিলে যাওয়ায় রবিবার ঘোষিত ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াডের একজন সৌম্য সরকার।

একই দিনে তার দল প্রাইম ব্যাংক প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন, বল হাতে দুই উইকেট তোলার পর ব্যাট হাতে ৯৭ রান করে ম্যান অব দ্য ম্যাচ। আবার বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার খবর। সবমিলে সৌম্য সরকারের জন্য দিনটি বয়ে এনেছে বিশেষ কিছু। দলে সুযোগ পাওয়ার পর সৈাম্য জানান, এটা আমার কাছে অনেক বড় একটা ব্যাপার। অনেক বড় একটা স্বপ্ন পূরণ হলো আজ।

অস্ট্রেলিয়ার কন্ডিশন বিবেচনা করে অলরাউন্ডার কোটায় সৌম্য সরকারকে দলে নিয়েছেন নির্বাচকরা। দুই ডিপার্টমেন্টে পারফরম্যান্স করা প্রসঙ্গে সৈাম্য জানান, আমি যখন ব্যাটিং করি তখন নিজেকে পুরোপুরি ব্যাটসম্যান মনে করি। আবার যখন বল হাতে নেই তখন বোলার ভাবি। তবে ব্যাটিং-ই এগিয়ে রাখবো। প্রিমিয়ার লিগে বল হাতে কম কেন দেখা যায়-এমন প্রশ্নে সৌম্য সরকার বলেন, আসলে প্রিমিয়ার লিগে দুই পেসার খাটিয়েই স্পিনার ব্যবহার করা হয়। এ জন্য বল হাতে কম দেখা যায়।

বিশ্বকাপ মঞ্চে বল করার জন্য প্রস্তুত কিনা-এমন প্রশ্নে সৈাম্য সরকার জানান, অবশ্যই প্রস্তুত। বোলিং-ব্যাটিং দুই ডিপার্টমেন্টের জন্যই আমি প্রস্তুত।

(ওএস/পি/জানুয়ারি ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test