E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কেন এত দেরি হলো চূড়ান্ত দল ঘোষণায়!

২০১৫ জানুয়ারি ০৪ ১৯:২৯:৩০
কেন এত দেরি হলো চূড়ান্ত দল ঘোষণায়!

স্পোর্টস ডেস্ক, ঢাকা : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রবিবার সব জল্পনার অবসান ঘটিয়ে ২০১৫ বিশ্বকাপের ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে। সংক্ষিপ্ত এই দলে জায়গা পেয়েছেন তরুণ পেসার তাসকিন আহমেদ, জিম্বাবুয়ে সিরিজে বিশ্বরেকর্ড গড়া তাইজুল ইসলাম, এমনকি বিতর্কে থাকা রুবেল হোসেনও। কিন্তু দল ঘোষণায় কেন এতো দেরি হলো? বিসিবির ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যাচ্ছে, নির্বাচকদের ঐক্য মতে পৌঁছতে না পারায় নির্ধারিত সময়ে দল ঘোষণা করা সম্ভব হয়নি।

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের জন্য টাইগারদের ১৫ সদস্যের দল ঘোষণার কথা ছিল রোববার দুপুর একটায়। কিন্তু চূড়ান্ত দল ঘোষণা আসে বিকাল তিনটার কিছুক্ষণ পরে। কেন এই দেরি, পরে বিসিবি সভাপতি নিজেই বিষয়টি খোলাসা করেছেন। নাজমুল হাসান পাপনের বক্তব্য, ‘আসলে আজ (রোববার) বোর্ডের সকল কর্মকতারা ও দলের খেলোয়াড়দের এক সাথে পেয়েছি। তাই দল ঘোষণার আগে সকলের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত বাছাই করা হয়েছে।’

সাথে সাথে পাপন এও যোগ করেন, ‘বিশ্বকাপের মতো আসরে দল বাছাই নিয়ে একটু ঝামেলা হয়েই থাকে। আমাদের দুটি জায়গাতে সমস্যা ছিল। স্পিনে আরাফাত সানি,তাইজুল ইসলাম ও জুবায়ের হোসেন লিখন। আর পেসাদের মধ্যে আল-আমিন হোসেন,শফিউল ইসলাম ও রুবেল হোসেন। স্পিন ও পেসারদের মধ্যে থেকে খেলোয়াড় বাছাই করা কঠিন হয়েছে। মাশরাফি বলেছিল আল-আমিন যেন নেয়া হয়। নির্বাচকরা আমাকে ১৬ জনের স্কোয়াড দেয়। তার মধ্যে থেকে দল নির্বাচন করা কঠিন হয়েছে। আমাদের বিশ্বাস সেরাদেরই বেছে নেয়া হয়েছে।’

অন্যদিকে ২০১৫ বিশ্বকাপের দল নিয়ে প্রধান নির্বাচক ফারুক আহমেদ বলেন,‘আমরা অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের কন্ডিশন বুঝেই সেরা দল ঘোষণা করেছি। আশা করছি এই দলটি বিশ্বকাপে ক্লিক করবে।’

(ওএস/পি/জানুয়ারি ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test