E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অনেক জল ঘোলা করে ঢাকায় আসছেন ক্রুইফ

২০১৫ জানুয়ারি ০৫ ১৪:৫৩:১৩
অনেক জল ঘোলা করে ঢাকায় আসছেন ক্রুইফ

স্পোর্টস ডেস্ক, ঢাকা : অবশেষে চলতি মাসের ৯ তারিখ ঢাকায় আসছেন ক্রুইফ অনেক জল ঘোলা হবার পরে। বঙ্গবন্ধু গোল্ডকাপকে সামনে রেখে স্বল্প মেয়াদে জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে আসছেন ডাচ ম্যান লোডভিক ডি ক্রুইফ। টুর্নামেন্ট চলাকালে তার সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন দলের বর্তমান প্রধান কোচ সাইফুল বারী টিটু। তবে ক্রুইফ আসলেও, আসছেন না তার সহকারী রেনে কোস্টার। বাফুফের সিনিয়র সহ-সভাপতি তাবিথ আউয়াল বিষয়টি নিশ্চিত করেছেন।

বেতন-ভাতাসহ অন্যান্য বিষয় নিয়ে ঝামেলা চলছিল এই ডাচ কোচরে সাথে, ফলে গত ১৮ অক্টোবর চুক্তি শেষ হওয়ার চার মাস আগেই ক্রুইফকে চাকরিচ্যুত করেছিল বাফুফে। তবে সে সময় ক্রুইফের পাওনা চার মাসের বেতন পরিশোধের আশ্বাস দিয়েছিলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কিন্তু এখনও ক্রইফের সেই বকেয়া পরিশোধ না হলেও আবারো জাতীয় দলের দায়িত্ব নিতে চলেছেন ক্রুইফ!

বাফুফে'র সিনিয়র সহ-সভাপতি তাবিথ আউয়াল জানান, 'ইতিমধ্যে ক্রুইফ কাজ শুরু করে দিয়েছেন। তিনি কিছু খেলোয়াড় ও স্থানীয় কোচের সাথে যোগাযোগও করেছেন। বঙ্গবন্ধু গোল্ডকাপ হওয়া পর্যন্ত আমরা তাঁকে নিয়ে আসছি, আশা করছি তিনি ৯ তারিখে অনুশীলনে যোগ দিতে পারবেন।'

কে হচ্ছেন ক্রইফের সহকারী এ প্রশ্নের জবাবে তাবিথ আউয়াল বলেন, 'প্রয়োজনে আমাদের স্থানীয় কোচরা তাঁকে সহায়তা দেবেন, অনুশীলনের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।'

তবে গোল্ডকাপ টুর্নামেন্টকে কি পিছিয়ে যাচ্ছে? এ প্রশ্নের জবাবে তিনি জানান, ' সঠিক তারিখ জানতে আগামী ৯ জানুয়ারি এএফসি'র সাধারণ সভা পর্যন্ত অপেক্ষা করতে হবে।'

(ওএস/পি/জানুয়ারি ০৫, ২০১৫)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test