E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিডনি টেস্টে দেখা যাবে না জনসনকে

২০১৫ জানুয়ারি ০৫ ১৯:০০:১৩
সিডনি টেস্টে দেখা যাবে না জনসনকে

স্পোর্টস ডেস্ক, ঢাকা : ভারত অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে ইতিমধ্যে ২-০ ব্যবধানে সিরিজ হেরে গেছে। সিরিজের শেষ ম্যাচ আগামীকাল (মঙ্গলবার) সিডনিতে। এই টেস্টে অন্তত জয় তুলে নিয়ে নিজেদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে চাইবেন কোহলি-বিজয়-রাহানেরা। বিশ্বকাপের আগে এই জয় তাদের জন্য হবে বড় পাওয়া। আর সেই জয় পাওয়ার কাজটা বোধ হয় কিছুটা হলেও সহজ হয়েছে।

ভারত ভক্তদের জন্য সুসংবাদ, হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে সিডনি টেস্ট থেকে নাম প্রত্যাহার করে নিলেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল জনসন। ত্রিদেশীয় সিরিজ আর বিশ্বকাপের কথা মাথায় রেখেই হয়তো জনসনকে নিয়ে ঝুঁকি নিতে চাইছেন না অসি নির্বাচকরা। তাই সিডনি টেস্টের জন্য মিচেল জনসনের পরিবর্তে মিচেল স্টার্ককে দলে অন্তর্ভূক্ত করেছেন তারা।

অস্ট্রেলিয়ার জার্সি গায়ে ১৪ টেস্ট খেলেছেন স্টার্ক। বল হাতে ৪৫টি উইকেট নিয়েছেন তিনি। ব্যাট হাতে করেছেন ৪৮৫ রান। যার গড় ৩০.৩১। সর্বোচ্চ ৯৯ রানের ইনিংস রয়েছে তার নামের পাশে।

সিডনি টেস্টে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার একাদশ : ডেভিড ওয়ার্নার, ক্রিস রজার্স, শেন ওয়াটসন, স্টিভেন স্মিথ (অধিনায়ক), শন মার্শ, জো বার্নস, ব্র্যাড হাডিন, মিচেল স্টার্ক, রায়ান হ্যারিস, নাথান লিওন ও জোস হ্যাজেলউড।

(ওএস/পি/জানুয়ারি ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test