E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শ্রীলঙ্কার বিপক্ষে একক লড়াই চালিয়ে যাচ্ছেন উইলিয়ামসন

২০১৫ জানুয়ারি ০৫ ১৯:০৩:৫১
শ্রীলঙ্কার বিপক্ষে একক লড়াই চালিয়ে যাচ্ছেন উইলিয়ামসন

স্পোর্টস ডেস্ক, ঢাকা : শ্রীলঙ্কার বিপক্ষে লড়াই চালিয়ে যাচ্ছেন কেন উইলিয়ামসন। অনেকটা সময় এককভাবে লড়াই চালিয়েছেন। দিনের শেষ দিকে তাকে সঙ্গ দেন বিজে ওয়াটলিং। এ দুজন ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন ৯৪ রানের ইনিংস খেলেন। তাদের ব্যাটে ভর করে ৫ উইকেটে ২৫৩ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে নিউজিল্যান্ড। সেই সুবাদে ১১৮ রানের লিড নিতে সক্ষম হন কিউইরা।

প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ২২১ রানের জবাবে রবিবার ৩৫৬ রান করে শ্রীলঙ্কা। ফলে প্রথম ইনিংসে কিউইরা ১৩৫ রানে পিছিয়ে থাকেন। বড় ব্যবধানে পিছিয়ে থেকে একইদিনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে শুরু করে নিউজিল্যান্ড। বিনা উইকেটে ২২ রান করে দ্বিতীয় দিনের খেলা শেষ করে। এ অবস্থায় সোমবার আবার ব্যাট করতে নামেন তারা। টম লাথাম ও হ্যামিশ রাদারফোর্ড ওপেনিং জুটিতে ৭৫ রান করেন। এরপর রাদারফোর্ড (৪০) আউট হয়ে যান।

স্বল্প সময়ের মধ্যেই নিউজিল্যান্ডের ব্যাটিংয়ের চিত্র পাল্টে যায়। ১৫৯ রানের মাথায় পঞ্চম উইকেটের পতন হয়। আশঙ্কা দেখা দেয় তৃতীয় দিনেই ইনিংস শেষ হওয়ার। তবে দৃঢ়তার সঙ্গে একপ্রান্ত আগলে রাখেন উইলিয়ামসন। আর সঙ্গী হিসেবে পান ওয়াটলিংকে। তাদের দৃঢ়তায় তৃতীয় দিনে আর কোনো উইকেট হারাতে হয়নি। উইলিয়ামসন ৮০ ও রাদারফোর্ড ৪৮ রান করে অপরাজিত থাকেন। লঙ্কান বোলারদের মধ্যে নুয়ান প্রদীপ ৩টি উইকেট নেন।

(ওএস/পি/জানুয়ারি ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test