E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফাইনালের টিকিট নিশ্চিত করল বিসিবি উত্তরাঞ্চল

২০১৪ মে ০৬ ১৬:৪৪:৫৪
ফাইনালের টিকিট নিশ্চিত করল বিসিবি উত্তরাঞ্চল

স্পোর্টস ডেস্ক, ঢাকা : বিসিএল ফাইনালের টিকিট নিশ্চিত করেছে অবশেষে বিসিবি উত্তরাঞ্চল। তারা মঙ্গলবার ওয়ালটন মধ্যাঞ্চলকে ৫১ রানে হারিয়ে ফাইনালে উঠেছে। ২৬৭ রানের জবাবে খেলতে নেমে মধ্যাঞ্চল ২১৫ রানেই থেমেছে। আগামী ৯ মে প্রতিযোগিতার ফাইনালে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে উত্তরাঞ্চলের মুখোমুখি হবে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল।

বিসিবি বিসিএলের পয়েন্ট টেবিলে শীর্ষে অবস্থান করছে। তাদের পয়েন্ট ৪৬। অন্যদিকে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের পয়েন্ট ৪১। ৪ দলের সমন্বয়ে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুনামেন্ট আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

চতুর্থ ও শেষ দিনে চা-বিরতির পর মধ্যাঞ্চল শিবিরে আঘাত হেনেছেন উত্তারাঞ্চলের ২ স্পিনার তাইজুল ইসলাম ও সানজামুল ইসলাম। তাদের স্পিন ঘূর্ণিতে ৩৯ রানেই ৫ উইকেট হারিয়েছে মধ্যাঞ্চল। অষ্টম উইকেটে অধিনায়ক মাহমুদউল্লাহ ও উইকেটরক্ষক ব্যাটসম্যান সোহানের দায়িত্বশীল ব্যাটিংয়ে ১৯২ রান করতে পেয়েছে দলটি। মাহমুদউল্লাহ ১৭ ও সোহান ২৪ রান করেছেন।

সংক্ষিপ্ত স্কোর :

ওয়ালটন মধ্যাঞ্চল ও বিসিবি উত্তরাঞ্চল

উত্তরাঞ্চল প্রথম ইনিংস : ৪৫৭/১০(ফরহাদ ১০৯, তানভীর ৬৬, জুনায়েদ ৬৫, হামিদুল ৬০; ইলিয়াস ৪/১১১, মাহমুদউল্লাহ ৩/১২৭, মার্শাল ২/৭৩)

উত্তরাঞ্চল দ্বিতীয় ইনিংস : ৮৭/১০(ফরহাদ ৪৯; ইলিয়াস ৫/৪৪, মাহমুদউল্লাহ ২/১৭, শাহাদাত ২/১১)

ওয়ালটন মধ্যাঞ্চল প্রথম ইনিংস : ২৭৮/১০ (মাহমুদউল্লাহ ১০৫*, শামসুর রহমান ৪৪, আসিফ ৩৩, মজিদ ৩১; তাজুল ৬/৮৮, তানভীর ২/৫৪)

ওয়ালটন মধ্যাঞ্চল দ্বিতীয় ইনিংস : ২১৫/১০ (ইলিয়াস ৬০, শামসুর ৩৬; তাজুল ৫/৮৯, শুভাষীস ২/২৫)

(ওএস/পি/মে ০৬,২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test