E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিডনি টেস্টেও হাসছে স্মিথের  ব্যাট

২০১৫ জানুয়ারি ০৭ ১২:১২:৫০
সিডনি টেস্টেও হাসছে স্মিথের  ব্যাট

স্পোর্টস ডেস্ক, ঢাকা : পরিবেশ নেতৃত্ব সৃষ্টি করে। আবার নেতা পরিবেশ সৃষ্টি করেন। সময় আর সুযোগ বুঝে দুই ধরনের অবস্থাই দেখা যায়। অনেক সুপ্ত প্রতিভা সুযোগের অভাবে বিকশিত হয় না। তাই কখনো সুযোগ পেলে সেই প্রতিভাবান ব্যক্তি বুঝিয়ে দিতে পারেন নিজের সামর্থ্যের কথা। তেমনটি প্রমাণ করলেন স্টিভেন স্মিথ। ইনজুরির কারণে মাইকেল ক্লার্ক ছিটকে পড়েন মাঠের বাইরে। ভারতের বিপক্ষে চলমান সিরিজের প্রথম ম্যাচে ফিল্ডিংয়ের সময় পেশিতে চোট পান তিনি। এরপর অস্ট্রেলিয়া দলের দায়িত্বটা পড়ে স্টিভেন স্মিথের কাঁধে। টানা তৃতীয় টেস্টে দলকে নেতৃত্ব দিচ্ছেন ২৫ বছর বয়সি এই অলরাউন্ডার। সামনে থেকে শুধু দল পরিচালনা নয়, ব্যাট হাতে একের পর এক নৈপুণ্য দেখিয়ে যাচ্ছেন তিনি।

সিডনিতে চলতি টেস্টের প্রথম ইনিংসেও সেঞ্চুরি করেছেন স্মিথ। ১১৭ রান করে উমেশ যাদবের বলে ঋদ্ধিমান সাহার হাতে ধরা পড়েন তিনি। এতে টানা চতুর্থ টেস্টে প্রথম ইনিংসে সেঞ্চুরির রেকর্ড গড়লেন। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এ রেকর্ড গড়েছেন। আর সব মিলিয়ে এই অসি ক্রিকেটার আছেন ৪ নম্বরে। এর ফলে অস্ট্রেলিয়ার জ্যাক ফিংলেটন, ওয়েস্ট ইন্ডিজের এভারটন ওইকস এবং ইংল্যান্ডের কেন বেরিংটনের সঙ্গে নিজের নাম লেখাতে সক্ষম হলেন স্মিথ। দলের দায়িত্বটাকে মোটেও চাপ হিসেবে নিচ্ছেন না স্মিথ। যেমন ঠান্ডা মাথায় নেতৃত্ব দিচ্ছেন, তেমনি ব্যাট হাতে নিজের দায়িত্বটাও পালন করে যাচ্ছেন সুচারুরূপে। ভারতের বিপক্ষে চলমান টেস্ট সিরিজটি ছিল ৫ ম্যাচের। বলের আঘাতে গত নভেম্বরে ফিলিপ হিউজের মৃত্যুর কারণে প্রথম ম্যাচ বাতিল করা হয়। অ্যাডিলেডে প্রথম টেস্টে অধিনায়ক ছিলেন না স্মিথ। তবে প্রথম ইনিংসেই অপরাজিত ১৬২ রান করে টেস্ট ক্যারিয়ারে সর্বোচ্চ রান করেছিলেন। দল জয় পেলেও ইনজুরির কারণে হারাতে হয়েছিল অধিনায়ক মাইকেল ক্লার্ককে।

এবার ব্যক্তিগত দায়িত্বের সঙ্গে যুক্ত হয় দলের ভার। চাপকে তুড়ি মেরে ঝেড়ে ফেললেন স্মিথ। ব্রিসবেনে দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসেই করলেন সেঞ্চুরি। ১৩৩ রানের ইনিংসই শুধু খেলেননি, ৪ উইকেটের জয়ে শুরু হয় অধিনায়ক স্মিথের যাত্রা। মেলবোর্নে ব্যক্তিগত নৈপুণ্য অব্যাহত রাখলেন। নিজেকে ছাড়িয়ে যান আবার। খেলেন ১৯২ রানের দারুণ এক ইনিংস। মাত্র ৮ রানের জন্য বঞ্চিত হন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি থেকে। বঞ্চিত হলেও টেস্ট ক্যারিয়ারে সেটিই তার সেরা ইনিংস। তবে অধিনায়ক হিসেবে প্রথম দুই ম্যাচে সেঞ্চুরি করে অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে নিজের নামটি লেখান সবার ওপরে। মেলবোর্নে বক্সিংডে টেস্ট ড্র হয়। এর পরও ২-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত হয় স্মিথের অস্ট্রেলিয়ার।


একজন ব্যাটসম্যান কতটা ভয়ংকর হয়ে উঠতে পারেন প্রতিপক্ষের জন্য- তার প্রমাণ আবারও রাখলেন স্মিথ। সিডনিতে প্রথম ইনিংসে আবারও সেঞ্চুরি। বুধবার ভোরে দুই উইকেটে ৩৪৮ রান নিয়ে দ্বিতীয় দিনের যাত্রা শুরু করে অস্ট্রেলিয়া। ৮২ রান নিয়ে প্রথম দিন শেষ করেছিলেন স্মিথ। দ্বিতীয় দিনে সেঞ্চুরি পূর্ণ করেন। ফলে টানা চার ম্যাচেই প্রথম ইনিংসে সেঞ্চুরি করতে সক্ষম হলেন তিনি। সেই সুবাদে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে ৭ উইকেটে ৫৭২ রান করে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া।

মহেন্দ্র সিং ধোনির বিদায়ের পর স্থায়ীভাবে ভারত দলের দায়িত্ব পাওয়া বিরাট কোহলি এখন স্টিভেন স্মিথকে কীভাবে মোকাবিলা করেন, তাই দেখার বিষয়।

(ওএস/পি/জানুয়ারি ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test