E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করলো নিউজিল্যান্ড

২০১৫ জানুয়ারি ০৭ ১২:২৫:১২
শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করলো নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক, ঢাকা : নিউজিল্যান্ড ক্রাইচস্টচার্চের পর ওয়েলিংটনের বেসিন রিজার্ভেও বড় জয় পেয়েছে। বুধবার সিরিজের দ্বিতীয় টেস্টের পঞ্চম ও শেষ দিনে সফরকারী শ্রীলঙ্কাকে তাদের দ্বিতীয় ইনিংসে মাত্র ১৯৬ রানে অলআউট করে দিয়ে ১৯৩ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে ব্লাক ক্যাপসরা। এই জয়ের মাধ্যমে সিরিজ ২-০ করার সাথে সাথে লঙ্কানদের হোয়াইটওয়াশের লজ্জাও দেয় ব্রেন্ডন ম্যাককুলাম বাহিনী।

এ দিন বেসিন রিজার্ভে উজ্জল পারফরম্যান্সের মাধ্যমে ভিন্ন ধরনের একটা রেকর্ডও গড়ে নিউজিল্যান্ড। সেটা আবার কী? তা হলো কোনো টেস্টের প্রথম ইনিংসে বড় ঘাটতির পরের ইনিংসে তা পুষিয়ে নিয়ে জয় তুলে নেয়া। সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে কুমার সাঙ্গাকারার দ্বি-শতকে শ্রীলঙ্কার থেকে ১৪৪ রান পিছিয়ে পড়েছিল তারা। কিন্তু দ্বিতীয় ইনিংসে কিনা তারাই ঘুরে দাঁড়ায়। কেন উইলিয়ামসন ও বিজে ওয়াটলিংয়ের অবাধ্য ব্যাটিংয়ে চুরমার হয় লঙ্কানরা। এরপর ব্যাটিং বিপর্যয়ে বড় হার নিশ্চিত হয় অ্যাঞ্জেলো ম্যাথুস বাহিনীর। টেস্টের চতুর্থ দিন শেষে ১ উইকেট হারিয়ে ৪৫ রান সংগ্রহ করেছিল শ্রীলঙ্কা। টেস্ট বাঁচাতে শেষ দিনে বাকি নয় উইকেটে গোটা দিন পার করার প্রয়োজন ছিল সফরকারীদের। আর জিততে প্রয়োজন ছিল ৩৪৫ রানের। কিন্তু টেস্টের শেষ দিনে মাথা ঠাণ্ডা রাখতে পারেনি কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়বর্ধনে ও অ্যাঞ্জেলো ম্যাথিউসরা। প্রত্যাশা পূরণ করতে পারেননি দিমুথ করুণারত্মে ও দিনেশ চান্ডিমালরাও। ফলে দ্বিতীয় ইনিংসে ৭২.৪ ওভার ব্যাট করে ১৯৬ রানেই অলআউট শ্রীলঙ্কা। সর্বোচ্চ ৬২ রান লাহিরু থিরিমান্নের ব্যাটে। ৫০ রান করেছেন কুশল সিলভা।

এর আগে নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে সংগ্রহ করা ২২১ রানের জবাবে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ৩৫৬ রান জমা করেছিল শ্রীলঙ্কা। কিন্তু নিজেদের দ্বিতীয় ইনিংসে কেন উইলিয়ামসনের ২৪২ ও বিজে ওয়াটলিংয়ের ১৪২ রানে চূর্ণ হয় সফরকারীরা। যখন নিউজিল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ৫২৪ রান করে ইনিংস ঘোষণা করে। কেননা ততোক্ষণে ৩৯০ রানের বড় লক্ষ্যমাত্রা হয়ে গেছে প্রতিপক্ষের জন্য। শেষ পর্যন্ত এই রান তাড়া করতে পারেনি শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে তারা মাত্র ১৯৬ রানে অলআউট হয়েছে। হার ১৯৩ রানের। প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন কেন উইলিয়ামসন।

(ওএস/পি/জানুয়ারি ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test