E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন পিটারসেন

২০১৫ জানুয়ারি ০৭ ১২:৪১:২৪
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন পিটারসেন

স্পোর্টস ডেস্ক, ঢাকা : বয়স ৩৪ হয়ে গেছে। সঙ্গে পড়তি পারফরম্যান্স। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় এবং শেষ টেস্টের চতুর্থ ইনিংসে সুলেমান বেনের আর্মার বুঝতে না পেরে সরাসরি বোল্ড হলেন শুণ্য রানে। বেনের আর্মার বুঝতে না পারলেও পিটারসেন বুঝে গিয়েছেন এখনই তার বিদায় বলার উপর্যুক্ত সময়। তাই বিদায় বলতে আর দেরি করলেন না দক্ষিণ আফ্রিকার হয়ে ৩৬ টেস্টে প্রতিনিধিত্ব করা আলভিরো পিটারসেন।

তবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও পুরোপুরিভাবে ক্রিকেট ছাড়ছেন না। পিটারসেন আরও তিন বছর খেলতে চান ইংলিশ কাউন্টি ক্রিকেটে। এক বিবৃতিতে তিনি বলেন, ‘মনে হয়েছে ৩৪ বছর বয়সই আমার অবসরে যাওয়ার উপর্যুক্ত সময়। ইচ্ছা আছে কাউন্টি এবং ফ্রাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট আরও তিন বছর খেলার। এর পাশাপাশি মনোযোগ দিতে চাই আমার ফাউন্ডেশন এবং ক্রিকেট স্কুলের দিকে।’

দক্ষিণ আফ্রিকার হয়ে খেলতে পারায় গর্বিত পিটারসেন বিবৃতিতে উল্লেখ করেন, ‘দেশকে প্রতিনিধিত্ব করাটা ছিল আমার কাছে বড় সম্মানের। একইভাবে বিশ্বের এক নম্বর টেস্ট দল দক্ষিণ আফ্রিকার অংশ হতে পারাটাও গর্বের। আমি ধন্যবাদ জানাই ক্রিকেট দক্ষিণ আফ্রিকা, আমার সতীর্থ, স্পন্সর, ক্রিকেট সমর্থকসহ সবাইকে।’

এরপর পিটারসেন যোগ করেন, ‘আমি মিস করবো প্রোটিয়া দলের অসাধারণ মুহূর্তগুলো, আন্তর্জাতিক ক্রিকেট এবং বিশেষ করে আমার সতীর্থদের। তারপরও চলে যাবার এটাই সময়।’

৩৬ টেস্টে ৩৪.৮৮ গড়ে পিটারসেনের ব্যাট থেকে রান এসেছে ২০৯৩। আছে পাঁচটি সেঞ্চুরি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-০ তে সিরিজে জিতে টেস্ট র‌্যাংকিংয়ে দক্ষিণ আফ্রিকা এক নম্বরে উঠলেও পিটারসেনের পারফরম্যান্স ছিল হতাশাজনক। তিন টেস্টে তিনি সাকুল্যে রান করতে পেরেছেন মাত্র ৮৬।

(ওএস/পি/জানুয়ারি ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test