E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অভিজ্ঞতা এবং তারুণ্যের দারুণ সমন্বয় শ্রীলংকা দলে

২০১৫ জানুয়ারি ০৮ ১৭:০৪:১১
অভিজ্ঞতা এবং তারুণ্যের দারুণ সমন্বয় শ্রীলংকা দলে

স্পোর্টস ডেস্ক, ঢাকা : বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের পর এবার ঘোষিত হলো এশিয়ার অন্যতম পরাশক্তি শ্রীলংকার ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড। বৃহস্পতিবার শ্রীলংকার ক্রীড়া মন্ত্রী বিশ্বকাপের এই মূল দলের ঘোষণা দেন।

শ্রীলংকান ক্রিকেট ইতিহাসের অন্যতম দুই ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনের অবসর ঘটতে চলেছে এই আসরের মাধ্যমেই। তাই খুব স্বাভাবিকভাবেই এই দুই তারকার বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে চাইবে পুরো দল। এ কারণেই হয়তো একঝাঁক অভিজ্ঞ তারকা দিয়ে স্কোয়াড সাজিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।

বিশ্বকাপেও অধিনায়কের দায়িত্ব পালন করবেন অলরাউন্ডার এঞ্জেলো ম্যাথুস। আর তার সহযোগী হিসেবে থাকছেন লাহিরু থিরিমান্নে। অন্যান্যদের মতো এই দলেও রয়েছে চার পেসার। লঙ্কান পেস আক্রমণের মূল শক্তি লাথিস মালিঙ্গা দলে থাকলেও তার ফিটনেস নিয়ে ভাবনা রয়েছে। মালিঙ্গা ছাড়াও তার নেতৃত্বে পেস আক্রমণে থাকবে দলের অন্যতম পেসার নুয়ান কুলাসেকারা, ধাম্মিকা প্রাসাদ, সুরঙ্গ লাকমাল এবং তিসারা পেরেরা। এছাড়া দলপতি ম্যাথুসের মিডিয়াম ফাস্ট পরিপক্ষ দলকে নাজেহাল করতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।

স্পিন আক্রমণে বিশ্বকাপ দলে জায়গা হয়নি অল্প সময়ে সফল অজন্তা মেন্ডিসের। তাই এই ভাগে রঙ্গনা হেরাথই থাকবে সবার চেয়ে এগিয়ে। তাকে সঙ্গ দিবে মাত্র অবৈধ বোলিং অ্যাকশনের চ্যালেঞ্জ কাটিয়ে ফেরা সচিত্র সেনানায়েকে এবং দিলশান।

শ্রীলংকার শক্তিশালী ব্যাটিং লাইন আপের উপরিভাগে রয়েছেন লঙ্কান ব্যাটিংয়ের ত্রিশক্তি তিলকারাত্নে দিলশান, কুমার সাঙ্গাকারা এবং মাহেলা জয়াবর্ধনে। এছাড়া মিডল অর্ডারে থাকছে লাহিরু থিরিমান্নে, দিনেশ চান্ডিমাল, কুমার কারুনারত্নে এবং জীবন মেন্ডিস।

১৫ সদস্যের মূল দলঃ
এঞ্জেলো ম্যাথুস (অধিনায়ক), তিলকারাত্নে দিলশান, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, লাহিরু থিরিমান্নে (সহঅধিনায়ক), দীনেশ চান্ডিমাল, দিমুথ কারুনারত্নে, জীবন মেন্ডিস, থিসারা পেরেরা, সুরঙ্গ লাকমাল, লাথিস মালিঙ্গা, ধাম্মিকা প্রাসাদ, নুয়ান কুলাসেকারা, রঙ্গনা হেরাথ এবং সচিত্র সেনানায়েকে।

(ওএস/পি/জানুয়ারি ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test