E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফিফা র‌্যাঙ্কিং-এ অপরিবর্তিত অবস্থানে বাংলাদেশ

২০১৫ জানুয়ারি ০৯ ১৮:২২:৩৬
ফিফা র‌্যাঙ্কিং-এ অপরিবর্তিত অবস্থানে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, ঢাকা : বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা কর্তৃপক্ষ ২০১৫ সালের প্রথম র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। এই র‌্যাঙ্কিংয়ে কোন খুশি বা দুঃসংবাদ নেই বাংলাদেশ ফুটবল দলের জন্য। ঠিক আগের অবস্থানেই রয়েছে বাংলাদেশ, গত মাসে ঠিক ১৬৫ স্থানে ছিল দলটি।

তবে অনেকটা সম্মানজনক অবস্থায় আছে বাংলাদেশ ফুটবল দল। কারণ বাংলাদেশ র‍্যাঙ্কিনে এগিয়ে আছে ভারত, নেপাল, ভূটান, পাকিস্তান ও শ্রীলঙ্কার থেকে।

সাফ তথা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের থেকে এগিয়ে আছে মালদ্বীপ, ১৩১তম স্থান। ভারত ১৭১তম স্থানে, শ্রীলঙ্কা ১৭২তম স্থানে, নেপাল ১৮৬তম স্থানে, ভূটান ২০৯তম স্থানে এবং পাকিস্তান রয়েছে ১৮৮তম স্থানে।

সবচেয়ে মজার বিষয় হল প্রকাশিত এই র‌্যাঙ্কিং তালিকার প্রথম ৪৫টি স্থানে কোনো রদবদল হয়নি। যথারীতি তালিকার শীর্ষে রয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি, এরপর শীর্ষ ১০ স্থানে রয়েছে—আর্জেন্টিনা, কলম্বিয়া, বেলজিয়াম, নেদারল্যান্ডস, ব্রাজিল, পর্তুগাল, ফ্রান্স, স্পেন ও উরুগুয়ে।

(ওএস/পি/জানুয়ারি ০৯, ২০১৫)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test