E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিশ্বকাপের পরই অবসর নিচ্ছেন মিসবাহ

২০১৫ জানুয়ারি ১২ ১৯:০৯:৪৯
বিশ্বকাপের পরই অবসর নিচ্ছেন মিসবাহ

স্পোর্টস ডেস্ক, ঢাকা : পাকিস্তানের অধিনায়ক মিসবাহ উল হক আসন্ন বিশ্বকাপের পরই ওয়ানডে ও টি-২০ ক্রিকেট থেকে অবসর নেবেন বলে ঘোষণা দিয়েছেন। তবে টেস্ট ক্রিকেটে নিয়মিতই দেখা যাবে ৪০ বছর বয়সী এ ক্রিকেটারকে।

রবিবার ইসপিএন ক্রিকইনফোকে মিসবাহ জানান, ‘৭ দিন আগে আমি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) আমি জানিয়েছি এটাই ওয়ানডে ও টি-২০ থেকে অবসরের সঠিক সময়। তবে আমি এও জানিয়েছি টেস্ট ক্রিকেট খেলে যেতে চাই। তিনি আরো বলেছেন, ‘সিদ্ধান্ত নিতে আমি অনেক দিন ধরে ভেবেছি। সামনে অনেক গুরুত্বপূর্ন একটা ইভেন্ট, বিশ্বকাপ। আমি বিশ্বকাপে খেলবো। এবং তারপরই অবসর নেব।’

রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান বলেছেন, ‘পিসিবি মিসবাহর সিদ্ধান্তকে গ্রহন করেছে। তিনি একজন ভালো ক্রিকেটার। এটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমরা তার সিদ্ধান্তকে সম্মান জানাই।’

২০০২ সালে অভিষেকের পর এ পর্যন্ত ১৫৩টি ওয়ানডে খেলেছেন মিসবাহ-উল-হক। ৩৭টি হাফ-সেঞ্চুরিসহ ৪২.৮৩ গড়ে পাকিস্তানের হয়ে ৪৬৬৯ রান করেছেন মিসবাহ। কোনো সেঞ্চুরি ছাড়া সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিকও তিনি।

(ওএস/পি/জানুয়ারি ১২, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test