E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মেসি-নেইমার-সুয়ারেজ ম্যাজিকে উড়ছে বার্সা

২০১৫ জানুয়ারি ১২ ১৯:১৫:১২
মেসি-নেইমার-সুয়ারেজ ম্যাজিকে উড়ছে বার্সা

স্পোর্টস ডেস্ক, ঢাকা : অ্যাটলেটিকো মাদ্রিদ, স্প্যানিশ লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন। বার্সেলোনা, স্পেনের জায়ান্ট ক্লাব। রবিবার মুখোমুখি হয়েছিল তারা। সঙ্গত কারণেই ম্যাচটি উত্তেজনায় ছিল ঠাসা। আক্রমণ-পাল্টা আক্রমণ থেকে বাদ যায়নি হাতাহাতিও। এমনকি রক্ত পর্যন্ত ঝরেছে। এমন উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ পর্যন্ত জয়ের হাসি বার্সেলোনাই হেসেছে। বার্সার এমন জয়ে অবদান রেখেছেন ক্লাবটির ত্রিরত্ন নেইমার, সুয়ারেজ ও লিওনেল মেসি। এ জয়ের ফলে ১৮ ম্যাচ থেকে ৪১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বার্সেলোনা। সমসংখ্যক ম্যাচ থেকে ৩৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ।

ন্যু ক্যাম্পে ম্যাচের শুরু থেকেই অ্যাটলেটিকো মাদ্রিদের উপর চড়াও হয়ে খেলতে থাকে বার্সেলোনা। আক্রমণ করে ব্যতিব্যস্ত করে তোলে প্রতিপক্ষের রক্ষণভাগকে। গোলের দেখা পেতে খুব একটা অপেক্ষা করতে হয়নি লুইস এনরিকের শিষ্যদেরকে। ম্যাচের ১২ মিনিটে লুইস সুয়ারেজের সহায়তায় জালের নাগাল পান নেইমার দ্য সিলভা। ১-০ গোলে এগিয়ে যায় বার্সা। ম্যাচের ৩৫ মিনিটে মেসি ও সুয়ারেজের দারুণ বোঝাপোরায় আরও একটি গোলের দেখা পায় বার্সা। গোলটি অবশ্য করেন সুয়ারেজ। বার্সার আক্রমণের মুখে মারমুখী হয়ে খেলতে শুরু করে অ্যাটলেটিকো মাদ্রিদ। খুব বাজেভাবে ট্যাকেল করতে থাকে তারা। সেটার শিকার হন নেইমার। ম্যাচের ১৭ মিনিটে রক্তাক্ত হয়ে মাঠ ছাড়েন তিনি। অবশ্য প্রাথমিক চিকিৎসা নিয়ে আবার মাঠে ফিরে আসেন। ৫৭ মিনিটে পেনাল্টি বক্সের মধ্যে অ্যাটলেটিকোর জেসাস গোমেজকে অনিচ্ছাকৃতভাবে ফাউল করেন মেসি। রেফারি পেনাল্টির বাঁশি বাজাতে দেরি করেননি। পেনাল্টি থেকে একটি গোল শোধ দেন মারিও মানজুকিক। এরপর বেশ কিছুক্ষণ আক্রমণ পাল্টা আক্রমণ চলে। ম্যাচের অন্তিম মুহূর্তে লিওনেল মেসিও গোলের দেখা পান। তার গোলে ভর করে শেষ পর্যন্ত বার্সেলোনা জয় পায় ৩-১ গোলের ব্যবধানে।


ম্যাচ পরিসংখ্যান :

দল শট গোলে শট ট্যাকেল ফাউল বলের দখল গোল
বার্সেলোনা ১৭ ৭ ২০ ১৬ ৬৮% ৩
অ্যাটলেটিকো ৫ ৩ ২০ ১৮ ৩২% ১


(ওএস/পি/জানুয়ারি ১২, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test