E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আমি বার্সার সমস্যার একমাত্র সমাধান নই : গার্দিওলা

২০১৫ জানুয়ারি ১২ ১৯:২১:৪৬
আমি বার্সার সমস্যার একমাত্র সমাধান নই : গার্দিওলা

স্পোর্টস ডেস্ক, ঢাকা : বার্সেলোনা শিবিরে আগুন লেগেছে! আসলে ব্যাপারটা সেরকম নয়। অন্তঃকলহ কুড়ে কুড়ে খাচ্ছে ঐতিহ্যবাহী এই ক্লাবটিকে। এই দিনে অনেকেই স্মরণ করছেন বার্সার সোনালী যুগের কথা। যে যুগের কাণ্ডারির ভূমিকায় ছিলেন পেপ গার্দিওলা।

তারা এখন ভাবতে শুরু করেছেন, ইস! এই মূহুর্তে যদি গার্দিওলা থাকত তাহলে মেসিদের এই দুরবস্থা হতো না। কিন্তু বায়ার্ন মিউনিখ কোচ পেপ গার্দিওলা বললেন, ‘আমিই বার্সার জন্য একমাত্র সমাধান নই।’

সম্প্রতি লিওনেল মেসি ও কোচ লুইস এনরিকের মধ্যে দ্বন্দ্বের কথা বেশ জোরেশোরেই কানে বাজছে ফুটবলভক্তদের। এখানেই শেষ নয়, গুঞ্জন রয়েছে মেসি ও এনরিকের মধ্যে সম্পর্কটা নাকি হাতাহাতির পর্যায়ে গড়িয়েছে। যাদের নিয়ে কাজ করবেন তারাই যদি কথা না শোনেন, তাহলে কোচ রাখার বা দরকার কী? ক্লাবটির প্রাক্তন ফুটবলারদের মন্তব্য এমনই।

এদিকে, প্রশ্ন উঠেছে মেসি-নেইমার-সুয়ারেজদের কোচ হিসেবে এনরিকের যোগ্যতা নিয়েও। তাই বার্সা ভক্তদের মুখে মুখে শোনা যাচ্ছে গার্দিওলার নাম। তাদের চাওয়া, দ্বিতীয় দফায় বার্সার কোচ হিসেবে গার্দিওলা আসুক।

কাতালান ক্লাবটির অন্তঃদ্বন্দ্ব দূর করতে তিনিই কি একমাত্র সমাধান? এমনটা মানতে নারাজ গার্দিওলা নিজেও। এ বিষয়ে বায়ার্ন মিউনিখের কোচ বলেন, ‘বার্সার পুরানো দিন ফিরিয়ে আনতে অনেক বিকল্প উপায় রয়েছে। আমি মনে করি, সঠিক লোকই সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। বিশ্বের অন্যতম সেরা ক্লাব বার্সা। সুতরাং ক্লাবটির নীতি নির্ধারকরাও বেশ বিজ্ঞ। ক্লাবের সাফল্য ফিরিয়ে আনতে সঠিক লোককে নিয়োগ দেবেন তারা। আমি বার্সার সমস্যার একমাত্র সমাধান নই।’

(ওএস/পি/জানুয়ারি ১২, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test