E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফুটবল দলের কোচের ওপর সন্ত্রাসী হামলা

২০১৫ জানুয়ারি ১২ ১৯:২৯:৩৯
ফুটবল দলের কোচের ওপর সন্ত্রাসী হামলা

স্পোর্টস ডেস্ক, ঢাকা : আফগানিস্তান জাতীয় ফুটবল দলের কোচ মোহাম্মদ কারগার সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন। রাজধানী কাবুলে নিজ বাড়ির সামনে সোমবার এ হামলার শিকার হন তিনি। চারজন অস্ত্রধারী এই হামলায় অংশ নেয়। অবশ্য দেশটির পুলিশ প্রধান নিশ্চিত করেছেন কাবুলের হাসপাতালে চিকিৎসারত ফুটবল দলের কোচের অবস্থা এখন ভালো।

হামলায় মাথায় ও কোমড়ে আঘাতপ্রাপ্ত হন কারগার। আফগানিস্তানের ফৌজদারী তদন্ত বিভাগের পুলিশ প্রধান মোহাম্মদ ফরিদ আফজালি বলেন, ‘মাথায় ও কোমরে কারগার আঘাত পান। কাবুলের হাসপাতালে তিনি এখন ভালো আছেন।’

হামলার কারণ জানার চেষ্টা করছেন আফগান পুলিশ। তাৎক্ষণিকভাবে ঘটনার উদ্দেশ্য জানাতে পারেননি তারা। ২০০৮ সাল থেকে আফগানিস্তান জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব পালন করছেন কারগার। তার অধীনেই সাফ চ্যাম্পিয়নশিপে দারুণ পারফর্ম করে আফগান দল। ২০১৩ সালে শিরোপা জিতেছিল আফগানিস্তান। যা যুদ্ধ বিধ্বস্ত দেশটির জন্য নতুন এক আনন্দের বার্তা নিয়ে এসেছিল।

যার হাত ধরে উৎসবের উপলক্ষ পেয়েছিল আফগানিস্তান সেই ফুটবল কোচই সন্ত্রাসী হামলার শিকার হলেন!

(ওএস/পি/জানুয়ারি ১২, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test