E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফিফা বর্ষসেরা কোচ জোয়াকিম লো

২০১৫ জানুয়ারি ১৩ ০২:০১:৫৬
ফিফা বর্ষসেরা কোচ জোয়াকিম লো

স্পোর্টস ডেস্ক, ঢাকা : জার্মানির জোয়াকিম লো পেয়েছেন ফিফা বর্ষসেরা কোচের পুরস্কার। রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলত্তি ও আতলেতিকো মাদ্রিদের দিয়েগো সিমেওনেকে হারিয়ে সেরার সম্মান অর্জন করেন বিশ্বকাপ জয়ী এই কোচ।

সোমবার সুইজারল্যান্ডের জুরিখে ফিফার জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে জার্মানিকে চতুর্থ বিশ্বকাপ শিরোপা জেতানো লোর হাতে পুরস্কারটি তুলে দেয়া হয়। সেরা হতে ৩৬.২৩ শতাংশ ভোট পান লুভ। ২২.০৬ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় হন আনচেলত্তি। আর তৃতীয় হওয়া সিমেওনে ১৯.০২ শতাংশ ভোট পান।

লুভের অধীনে লাতিন আমেরিকার মাটিতে প্রথম ইউরোপীয় দল হিসেবে বিশ্বসেরা হওয়ার রেকর্ড গড়ে জার্মানি। পুরস্কার পেয়ে লো বলেন, “এটা বিশ্বকাপ কেকের ওপর আইসিং। আমি জানি, এই পুরস্কার কেবল আমার জন্য নয়; যারা জার্মানির বিশ্বকাপ জয়ে সহযোগিতা করেছিল, তাদের সবার পক্ষ থেকে আমি এটা নিচ্ছি। এটা অনেক বছর ধরে কঠিন পরিশ্রমের ফল।”

এই সম্মান পাওয়ার জন্য দলের সবার ভূমিকার কথা স্মরণ করেন লুভ। “চমৎকার একটা দল ছাড়া কোচ কি কিছু? সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। তোমরা বিশ্বমানের। তোমাদের সঙ্গে কাজ করতে পারাটা আমার জন্য উপহার।”

লড়াইয়ে থাকা আনচেলত্তিও বছরজুড়ে দারুণ সফল ছিলেন। গত মৌসুমে তার অধীনে রিয়াল মাদ্রিদ জেতে তাদের বহুল আকাঙ্খিত দশম উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। এছাড়া ২০১৩ সালে স্পেনের সফলতম দলটির দায়িত্ব নেয়ার প্রথম মৌসুমেই আরও তিনটি শিরোপা জেতেন তিনি।

আর রিয়াল এবং বার্সেলোনার মতো তারকানির্ভর দলকে পেছনে ফেলে সিমেওনের অধীনে স্পেনের লা লিগার চ্যাম্পিয়ন হয় আতলেতিকো। মহিলা ফুটবলের সেরা কোচের পুরস্কার পেয়েছেন জার্মানির রালফ কেলেরমান।

(ওএস/পি/জানুয়ারি ১৩, ২০১৫)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test