E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিশ্ব সেরা একাদশে নেই নেইমার

২০১৫ জানুয়ারি ১৩ ০২:১৬:১৭
বিশ্ব সেরা একাদশে নেই নেইমার

স্পোর্টস ডেস্ক, ঢাকা : বিশ্ব ফুটবলের সেরা একাদশ ঘোষণা করা হয়েছে, যাতে ঠাঁই পেয়েছেন রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের তিন জন করে ফুটবলার। সোমবার রাতে ফিফা ব্যালন ডি অরের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ২০১৪ সালের ফিফা ফিফপ্রো একাদশ ঘোষণা করা হয়।

২০১৪ সালের স্বপ্নের একাদশের গোলরক্ষক জার্মানি ও বায়ার্ন মিউনিখের মানুয়েল নয়ার। তার সামনে ডিফেন্ডার হিসেবে থাকছেন জার্মানি ও বায়ার্ন মিউনিখের ফিলিপ লাম, স্পেন ও রিয়াল মাদ্রিদের সের্হিও রামোস এবং পিএসজির দুই ব্রাজিলিয়ান ফুটবলার চিয়াগো সিলভা ও দাভিদ লুইস।

মিডফিল্ডার হিসেবে নির্বাচিত হয়েছেন বার্সেলোনা ও স্পেনের আন্দ্রেস ইনিয়েস্তা, জার্মানি ও রিয়াল মাদ্রিদের টনি ক্রুস এবং আর্জেন্টিনা ও ম্যানচেস্টার ইউনাইটেডের আনহেল দি মারিয়া।

৪-৩-৩ ফর্মেশনের এই দলে আক্রমণভাগে থাকছেন ফিফা ব্যালন ডি অর পুরস্কারের সংক্ষিপ্ত তিন জনের তালিকায় থাকা রিয়াল মাদ্রিদের পর্তুগিজ উইঙ্গার ক্রিস্তিয়ানো রোনালদো ও বার্সেলোনার আর্জেন্টিনা তারকা লিওনেল মেসি। তাদের সঙ্গী বায়ার্ন মিউনিখের ডাচ তারকা আরিয়েন রবেন।

ফিফা ফিফপ্রো বিশ্ব একাদশ ঠিক হয় পেশাদার ফুটবলারদের সংগঠন ফিফপ্রোর প্রায় ৫২ হাজার সদস্যের ভোটে। ৪-৩-৩ ফর্মেশনে ফুটবলার নির্বাচিত করেন তারা।

বিশ্বসেরা একাদশ:

গোলরক্ষক:
মানুয়েল নয়ার (জার্মানি, বায়ার্ন মিউনিখ)

ডিফেন্ডার:
ফিলিপ লাম (জার্মানি, বায়ার্ন মিউনিখ )
সের্হিও রামোস (স্পেন, রিয়াল মাদ্রিদ)
চিয়াগো সিলভা (ব্রাজিল, পিএসজি)
ডেভিড লুইস (ব্রাজিল, পিএসজি)

মিডফিল্ডার:
আন্দ্রেস ইনিয়েস্তা (স্পেন, বার্সেলোনা)
টনি ক্রুস (জার্মানি, রিয়াল মাদ্রিদ)
আনহেল দি মারিয়া (আর্জেন্টিনা, ম্যানচেস্টার ইউনাইটেড)

ফরোয়ার্ড:
ক্রিস্তিয়ানো রোনালদো (পর্তুগাল, রিয়াল মাদ্রিদ)
আরিয়েন রবেন (নেদারল্যান্ডস, বায়ার্ন মিউনিখ)
লিওলেন মেসি (আর্জেন্টিনা, বার্সেলোনা)

(ওএস/পি/জানুয়ারি ১৩, ২০১৫)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test