E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ম্যাচ-সেরা হয়ে সাকিব যা বললেন

২০১৫ জানুয়ারি ১৩ ২৩:১৫:১৪
ম্যাচ-সেরা হয়ে সাকিব যা বললেন

স্পোর্টস ডেস্ক, ঢাকা : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিল), ক্যারিবীয় প্রিমিয়ার লিগ (সিপিএল), শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে (এসএলপিএল) বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। বাকি ছিল শুধু অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ। মঙ্গলবার সেই অপ্রাপ্তি পূরণ করেন সাকিব। মেলবোর্ন রেনেগেডসের জার্সিতে নিজের তৃতীয় ম্যাচে সাকিব ম্যাচ-সেরা নির্বাচিত হয়েছেন। সাকিবের পারফরম্যান্সে ভর করে মেলবোর্ন রেনেগেডস নিজেদের তৃতীয় জয় তুলে নিয়েছে।

সাকিব আল হাসান বল হাতে ১৩ রানে ৪ উইকেট নেন। পাশাপাশি একটি ক্যাচ ধরেন এবং অ্যান্ড্রু ফ্লিনটফকে রান আউট করেন।

ম্যাচ-সেরা হয়ে সাকিবের প্রতিক্রিয়া :

মঙ্গলবারের খেলায় ম্যাচ-সেরা হওয়ার পর সাকিব বলেন, ‘দলের জয়ে অবদান রাখাটাই গুরুত্বপূর্ণ। সেই কাজটি করতে পেরে ভালো লাগছে। ম্যাচ সেরা পারফমরম্যান্স করায় আমি খুশি। আজ বোলিংয়ে করেছি। আশা করছি, পরবর্তীতে ব্যাটিংয়েও করতে পারব।’ সাকিব বলেন, ‘আমি তিন ফরম্যাটের ক্রিকেটের নাম্বার ওয়ান অলরাউন্ডার। বাংলাদেশের কেউ যখন বিশ্বের সবার ওপরে থাকে, তখন অবশ্যই ভালো লাগে। আমারও খুবই ভালো লাগছে। আশা করছি, বাংলাদেশের হয়ে এই পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারব এবং ফ্রাঞ্চাইজিদের হয়েও পারফরমেন্স করতে থাকব। মেলবোর্ন রেনেগেডসে কাটানো প্রতিটি মুহূর্ত উপভোগ করছি। তিনজনের সঙ্গে আগে থেকেই পরিচয় ছিল। খুব ভালো সময় কাটাচ্ছি।’

(ওএস/পি/জানুয়ারি ১৩, ২০১৫)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test