E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

'রোনালদোর চেয়ে মেসি অনেক বেশি প্রতিভাবান'

২০১৫ জানুয়ারি ১৬ ০০:৩৪:১৪
'রোনালদোর চেয়ে মেসি অনেক বেশি প্রতিভাবান'

স্পোর্টস ডেস্ক, ঢাকা : লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো গ্রহের দুই সেরা ফুটবলার। এতে সন্দেহ নেই কারোরই। কেননা ২০০৮ সাল থেকে এ পর্যন্ত ব্যালন ডি’অর পুরস্কার জয়ের ক্ষেত্রে ঘুরে ফিরে তাদের নামই আসছে। হয় মেসি, নয়তো রোনালদো। মজার বিষয় হচ্ছে, ওই সময় থেকে ব্যালন ডি’অরের তালিকার প্রথম ও দ্বিতীয় স্থানও তাদের দখলে। তাই ফুটবল দুনিয়ায় একটি প্রশ্ন বেশ জোরালোভাবেই শোনা যায়, লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে সেরা কে?

এই প্রশ্নই এসেছে রিয়াল মাদ্রিদের প্রাক্তন কোচ ফ্যাবিও কাপেলোর সামনেও। উত্তরটা বেশ কৌশলেই দিলেন তিনি, ‘বার্সেলোনার খেলোয়াড়রা যা করতে সক্ষম, তা অন্য কারো পক্ষে করা সম্ভব নয়। কৌশলগত দক্ষতার দিক দিয়ে রোনালদোর চেয়ে মেসি অনেক প্রতিভাবান।’ ১০ম বারের মতো রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়নস লিগ শিরোপা এনে দেন রোনালাদো। রিয়ালকে জিতিয়েছেন ক্লাব বিশ্বকাপের শিরোপাও। কোপা দেল রের ফাইনালে খেলতে না পারলেও তার দল ঠিকই ট্রফি শোকেসে তুলেছে। এ ছাড়া উয়েফা সুপার কাপের ফাইনালে সেভিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রোনালদোর দল।

রিয়ালের এই শিরোপা চতুষ্ঠয় জয়ে অনন্য অবদান ছিল রোনালদোর। এর জন্য অবশ্য স্বীকৃতও পেয়ে গেছেন তিনি। লিওনেল মেসিকে পেছনে ফেলে আবারও ২০১৪ সালের বিশ্বসেরার নমুনাস্বরূপ ব্যালন ডি’অর ওঠে রোনালদোর হাতে। এ নিয়ে মোট তিনবার পুরস্কারটি হাতে উঠল রিয়াল সুপারস্টারের। অপরদিকে, টানা চারবার ব্যালন ডি’অর পুরস্কার জিতেছেন লিওনেল মেসি।

এদিকে, ব্যালন ডি’অর বিতর্কে না জড়িয়ে ক্যাপেলো বললেন, ‘মেসি ও রোনালদো দু’জনই অসাধারণ খেলোয়াড়। তবে তারা আলাদা। রোনালদো খুবই শক্তিশালী খেলোয়াড়। তার খেলার ধরনও চমৎকার। কিন্তু মেসির মতো কৌশলের দিক দিয়ে ততটা দক্ষ নন রোনালদো। মেসি দুর্দান্ত একজন খেলোয়াড়। তার বিপক্ষে যে খেলে তারা তা বুঝতে পারে।’

সম্প্রতি গুঞ্জন উঠেছে, লিওনেল মেসি বার্সা ছেড়ে নতুন ঠিকানায় পাড়ি জমাচ্ছেন। গুঞ্জনটা কানে বাজছে ক্যাপেলোর। কথা বললেন বার্সার বর্তমান সংকট নিয়েও, ‘মেসির মতো একজন খেলোয়াড়কে বার্সা কীভাবে বিক্রি করার সাহস দেখায় বিষয়টি আমার বোধগম্য নয়। আমি তাকে গত সপ্তাহে খেলতে দেখেছি। যদিও ম্যাচের শুরুটা ভালো করতে পারেনি, তবে শেষটা ছিল অসাধারণ। আশা করব, বার্সেলোনা তাকে নিয়ে বিক্রির পথে হাঁটবে না।’

উল্লেখ্য, বার্সার সঙ্গে সবশেষ চুক্তিতে ২০১৮ সাল পর্যন্ত ক্যাম্প ন্যুতে থাকার কথা রয়েছে মেসির।

(ওএস/পি/জানুয়ারি ১৬, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test