E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

'বাংলাদেশ সেমিফাইনালে খেলুক'

২০১৫ জানুয়ারি ১৬ ০০:৪৯:৫০
'বাংলাদেশ সেমিফাইনালে খেলুক'

স্পোর্টস ডেস্ক, ঢাকা : বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের লোগো উন্মোচন ও ড্র অনুষ্ঠিত হয়েছে। ‘এ’ গ্রুপে শক্তিশালী মালয়েশিয়া ও শ্রীলঙ্কার সঙ্গে রয়েছে স্বাগতিক বাংলাদেশ দল। শ্রীলঙ্কা ও মালয়েশিয়ার সঙ্গে লড়াই করে কতদূর যেতে পারবে বাংলাদেশ? সেটা হয়তো সময়ই বলে দেবে। কিন্তু তার আগে লোগো উন্মোচন অনুষ্ঠানে বাংলাদেশ ও দক্ষিণ এশিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাহউদ্দিন বাংলাদেশের সেমিফাইনালে খেলার প্রত্যাশা করেছেন।

তিনি বলেন, ‘বাস্তবে কী হবে সেটা জানি না। কিন্তু আমি চাই বাংলাদেশ সেমিফাইনালে খেলুক। আর সেমিফাইনালে যদি জিততে পারি তাহলে ফাইনাল খেলব আমরা। সেটা হলে আমি ভীষণ খুশি হব।’ ২৯ জানুয়ারি টুর্নামেন্ট শুরু হলেও বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপের এখনো কোনো প্রচার-প্রচারণা নেই। এ বিষয়ে বাফুফে সভাপতি বলেন, ‘একটি টুর্নামেন্টের লোগো ছাড়া তো আর প্রচার-প্রচারণা চালানো যায় না। আজ লোগো উন্মোচন হয়েছে। শিগগিরই আমরা দেশব্যাপী প্রচার-প্রচারণা শুরু করব। এমনভাবে প্রচারণা চালাতে চাই যাতে তরুণ প্রজন্ম জানতে পারে বাংলাদেশে একটি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট হচ্ছে।’ বঙ্গবন্ধু গোল্ডকাপের মতো একটি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের ম্যাচ রাজধানীর বাইরে সিলেট জেলা স্টেডিয়ামেও অনুষ্ঠিত হবে। সেখানকার নিরাপত্তা ও সার্বিক বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সিলেট খুবই সুন্দর একটা জায়গা। স্টেডিয়ামটাও বেশ ভালো। তা ছাড়া সেখানকার মানুষজন খুবই ক্রীড়ামোদি। এর আগেও সেখানে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ আয়োজিত হয়েছে। নেপালের বিপক্ষের ম্যাচে স্টেডিয়ামে ও স্টেডিয়ামের বাইরে ৫০ হাজার দর্শক উপস্থিত হয়েছিল। সে কারণেই আমরা সেখানে বঙ্গবন্ধু গোল্ডকাপের ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। আর নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা হবে না বলে আশা করছি।’

(ওএস/পি/জানুয়ারি ১৬, ২০১৫)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test