E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইতিহাস বদলে দেওয়ার হুমকি দিলেন ইউনুস খান

২০১৫ জানুয়ারি ১৬ ১৭:০৫:৪৯
ইতিহাস বদলে দেওয়ার হুমকি দিলেন ইউনুস খান

স্পোর্টস ডেস্ক, ঢাকা : ১৯৯২, ১৯৯৬, ১৯৯৯, ২০০৩ ও ২০১১ সালের মোট পাঁচটি বিশ্বকাপ ক্রিকেটে ভারতের বিপক্ষে লড়েছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। প্রতিবারই দাপট দেখিয়েছে ভারত। ভারতের সঙ্গে বিশ্বকাপের সবকটি ম্যাচে পরাজয়ের গ্লানি নিয়ে মাঠ ছাড়তে হয়েছে পাকিস্তানকে। আসন্ন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় ১১তম বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। ১৫ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে অনুষ্ঠিত হবে ম্যাচটি। আর ইতিমধ্যেই সেই ম্যাচকে ঘিরে জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে। কথার লড়াইয়ে নেমেছেন খেলোয়াড়রা।

কয়েকদিন আগে পাকিস্তানের অলরাউন্ডার শহীদ আফ্রিদি বিশ্বকাপে ভারত-পাকিস্তানের ম্যাচের ইতিহাস বদলে দেওয়ার হুমকি দিয়েছিলেন। তার দেখানো পথে হাঁটলেন আরেক পাকিস্তানি ক্রিকেটার ইউনুস খান। তিনিও বললেন, তারা ভারত-পাকিস্তানের ম্যাচের ইতিহাস বদলে দেওয়ার অপেক্ষায় রয়েছেন। লাহোরে সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনিস খান বলেন, ‘বিশ্বকাপে ইতিহাস ভারতের পক্ষেই। কেননা, স্বপ্নের এই আসরে তাদেরকে একবারও হারাতে পারিনি আমরা। কিন্তু অ্যাডিলেডেই ইতিহাস বদলে যাবে। আমার মন বলছে, ইতিহাস বদলে দেওয়ার এখনই উত্তম সময়। ওই ম্যাচে জেতার জন্য উন্মুখ হয়ে আছি আমরা।’ তিনি আরো বলেন, ‘সম্প্রতি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা ভালো খেলেছি। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে আমি সেঞ্চুরি করার পর অনেকে অবাক হয়েছে। আমি ফর্মে ফিরেছি। এই ফর্ম বিশ্বকাপেও ধরে রাখতে চাই।’

(ওএস/পি/জানুয়ারি ১৬, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test