E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সর্বকালের সেরা একাদশে রোনালদো

২০১৫ জানুয়ারি ১৬ ১৭:২৩:২৫
সর্বকালের সেরা একাদশে রোনালদো

স্পোর্টস ডেস্ক, ঢাকা : পর্তুগালের সর্বকালের সেরা খেলোয়াড় হয়েছেন রিয়াল মাদ্রিদের আক্রমণভাগের খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ কিংবদন্তি লুইস ফিগো ও ইউসেবিওকে পেছনে ফেলে এই খেতাব জিতেছেন তিনি। পর্তুগাল ফুটবল ফেডারেশন এই স্বীকৃতি দিয়েছে রোনালদোকে। পর্তুগাল ফুটবল ফেডারেশনের শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়। পর্তুগালের যে তিনজন খেলোয়াড় শতাধিক ম্যাচ খেলেছেন তাদের মধ্যে রোনালদো অন্যতম। অপর দুজন হলেন ফিগো ও ফার্নান্দো। পর্তুগালের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাও রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা ছয়টি মেজর টুর্নামেন্টে পর্তুগালের প্রতিনিধিত্ব করেছেন। তার মধ্যে রয়েছে ২০০৪, ২০০৮ ও ২০১২ ইউরো। আর ২০০৬, ২০১০ ও ২০১৪ বিশ্বকাপ। প্রত্যেকটি আসরেই তিনি একটি হলেও গোল করেছেন। পর্তুগাল ফুটবল ফেডারেশনের শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিফা সভাপতি সেপ ব্লাটার ও উয়েফা সভাপতি মিশেল প্লাতিনি। কিন্তু সর্বকালের সেরা হওয়া ক্রিস্টিয়ানো রোনালদো অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে স্প্যানিশ কোপা দেল রের ম্যাচ থাকায় তিনি আসতে পারেননি।

এ ছাড়া পর্তুগাল ফুটবল ফেডারেশন তাদের সর্বকালের সেরা একাদশ ঘোষণা করেছে। সেখানেও রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগালের সর্বকালের সেরা একাদশ : ভিটো বেইয়া, ফার্নান্দো কেওটি, জার্মানো, হাম্বার্তো কোয়েলহো, রিকার্ডো কার্ভালহো, কুলিনা, লুইস ফিগো, রুই কস্তা, ক্রিস্টিয়ানো রোনালদো, ইউসেবিও ও ফিউচরা।

(ওএস/পি/জানুয়ারি ১৬, ২০১৫)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test