E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দুর্জয় ক্রিকেটকে পূর্ণাঙ্গ অবকাঠোমোর মধ্যে আনতে চান

২০১৫ জানুয়ারি ১৬ ১৭:২৭:২১
দুর্জয় ক্রিকেটকে পূর্ণাঙ্গ অবকাঠোমোর মধ্যে আনতে চান

স্পোর্টস ডেস্ক, ঢাকা : জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন। আরেক প্রাক্তন অধিনায়ক আকরাম খানকে সরিয়ে ক্রিকেট অপারেশনস কমিটির দায়িত্ব দেওয়া হয়েছেন দুর্জয়কে। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন আকরাম খান।

নতুন পদে দায়িত্ব পাওয়া নাঈমুর রহমান দুর্জয় জানিয়েছেন, ‘এ’ দলসহ বয়সভিত্তিক সবগুলো দলকে পূর্ণাঙ্গ অবকাঠামোর আওতায় নিয়ে আসবেন তিনি। এ বিষয়ে দুর্জয়ের ভাষ্য, ‘জাতীয় দলের পাইপলাইন হিসেবে গণ্য করা হয় ‘এ’ দল ও বয়সভিত্তিক দলগুলোকে। আমরা যখন খেলেছি তখন থেকেই এই দলগুলোর প্রতি নজর দেওয়ার কথা বলা হচ্ছিল। কিন্তু এখন পর্যন্ত পূর্ণাঙ্গ কোনো অবকাঠামো নেই। আমার প্রথম কাজ হবে ‘এ’ দলের জন্য পূর্ণাঙ্গ একটি সিডিউল করা। যদিও এটা ব্যয়বহুল। কিন্তু ভবিষ্যতের ক্রিকেটের জন্য এটা অত্যন্ত জরুরি।’

নিজের পরিকল্পনা সম্পর্কে দুর্জয় বলেন, ‘ক্রিকেট অপারেশনস কমিটির সঙ্গে গেম ডেভেলাপমেন্ট, আম্পায়ার কমিটি, টুর্নামেন্ট কমিটি সবকিছু জড়িত। তাই ক্রিকেট অপারেশনস কমিটির কাজটা খুব কঠিন। সেই কাজের দায়িত্ব আমি পেয়েছি। জাতীয় দলসহ ক্রিকেট সংশ্লিষ্ট সকল বিষয়গুলোকে সমানতালে পরিচালনা করাই একমাত্র পরিকল্পনা আমার।’

আকরাম খানকে সরিয়ে নতুন দায়িত্ব পাওয়ার পেছনে কোনো প্রতিযোগিতা কাজ করেছেন কিনা? এমন প্রশ্নের উত্তরে দুর্জয় বলেন, ‘না, এই জিনিসটাকে আমি এইভাবে দেখি না। এর আগে আমি একটি কমিটির চেয়ারম্যান ছিলাম, এখন আরেকটা। পদের দিক থেকে কোনো পরিবর্তন আসেনি। আকরাম ভাই এই কমিটির চেয়ারম্যান ছিলেন, এখন অন্যটির দায়িত্বে আছেন। বোর্ড সভাপতির একটা প্রস্তাব ছিল যে ছয় মাসের মধ্যে নিজেদের মধ্যে কমিটির পরিবর্তন আসবে। এখানে ব্যক্তিগত কোনো ইস্যু নেই। আমার আবারও পরিবর্তন হতে পারে। কেউ কারো থেকে এগিয়ে যাইনি, আবার পিছিয়ে যাইনি।’ দুর্জয় আরো জানান, ঠিকমতো কাজ করতে না পারলে এবং কাজকে উপভোগ করতে না পারলে যেকোনো সময় পদ থেকে সরে দাঁড়াবেন তিনি।

(ওএস/পি/জানুয়ারি ১৬, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test