E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পিতৃত্বের স্বাদ পেলেন ওমর আকমল

২০১৫ জানুয়ারি ১৬ ১৭:৪৯:৩৯
পিতৃত্বের স্বাদ পেলেন ওমর আকমল

স্পোর্টস ডেস্ক, ঢাকা : পাকিস্তানের জাতীয় দলের হয়ে আক্রমণাত্মক ব্যাটিং করার অভ্যাস ওমর আকমলের। তার বড় ভাই কামরান আকমলের মতো ওমর আকমলও ব্যাটসম্যান ও উইকেট রক্ষক হিসাবে খেলেন পাকিস্তান জাতীয় দলে। ওডিআই ক্রিকেটে মোট ৯৮ টি ম্যাচ খেলে ২ টি শতক ও ১৯ টি অর্ধশতক রয়েছে তার। আকমলরা ৩ ভাই। অন্য জন হলেন আননান আকমল। তিনিও পাকিস্তানের হয়ে ব্যাট-বল হাতে মাঠে নেমেছেন। যা অন্যদের তুলনায় কেবল ব্যতিক্রম। এটা যেন প্রভুর দেয়া উপহার!।

আর গতকাল (বৃহস্পতিবার) ওমর আকমলের ঘরে এল নতুন উপহার। সেটি হলো প্রথম সন্তানের বাবা হলেন পাকিস্তানের ক্রিকেটার উমর আকমল। বৃহস্পতিবার তার স্ত্রী নুর আমনা একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। এই খুশির খবরটা সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে জানিয়েছেন উমর আকমল। সাথে সদ্য প্রসূত কন্যারও একটি ছবি পোস্ট করেছেন। প্রথম পিতৃত্বের স্বাদ গ্রহণের ছবি দিয়েছেন উমর। লিখেছেন, "আল্লাহকে ধন্যবাদ আমাকে কন্যার আদলে চমৎকার উপহার দেয়ার জন্য।"

গত বছর নুর আমনাকে বিয়ে করেন উমর। নুরের আরেকটি পরিচয় আছে। তিনি পাকিস্তানের সাবেক কিংবদন্তি স্পিনার আব্দুল কাদেরের মেয়ে। উমরকে অবশ্য নবজাতককে রেখে সামনেই উড়াল দিতে হবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে। কেননা পাকিস্তানের বিশ্বকাপ দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় ওমর আকমল।

(ওএস/পি/জানুয়ারি ১৬, ২০১৫)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test