E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে জয় পেল প্রোটিয়ারা

২০১৫ জানুয়ারি ১৭ ১২:১৪:০৮
বৃষ্টি বিঘ্নিত ম্যাচে জয় পেল প্রোটিয়ারা

স্পোর্টস ডেস্ক, ঢাকা : তিন দফায় পৌনে তিন ঘন্টার বৃষ্টি। তার সঙ্গে দক্ষিণ আফ্রিকার বোলার ত্রয়ী। দুইয়ে মিলে নাকাল হয় ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। প্রোটিয়াদের সঙ্গে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে বৃষ্টি আইনে ৬১ রানে হেরে যায় ক্যারিবীয়রা। শুরুতে ব্যাট করে ৪৮ ওভার ২ বলে ৮ উইকেটে ২৭৯ রান করে দক্ষিণ আফ্রিকা। বৃষ্টি আইনে ওয়েস্ট ইন্ডিজের জন্য ৩২ ওভারে ২২৬ রানের লক্ষ্য নির্ধারিত হয়। কিন্তু ২৮ ওভার ২ বলে ১৬৪ রানেই গুটিয়ে যায় ক্যারিবীয়দের ব্যাটিং লাইন।

টেস্ট সিরিজ হারের পর ক্রিস গেইলের ব্যাটিং ঝড়ে টি-টোয়েন্টি সিরিজ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। শেষ টি-টোয়েন্টিতে খেলতে পারেননি গেইল। ডারবানে মাঠে ফিরেছিলেন। কিন্তু দলের জন্য কাজের কাজটি করতে পারেননি। ঝড়ো গতিতেই শুরুটা করেছিলেন এই ক্যারিবীয় ব্যাটসম্যান। ২৪ বলে ৪১ রান তুলেই সেই ঝড় থেমে যায়।

ধারাবাহিকতা রাখতে পারেননি অন্য ব্যাটসম্যানরা। ৫১ রানে ওপেনিং জুটি ভাঙে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় জেসন হোল্ডারের দল। বাকিদের মধ্যে ডোয়াইন স্মিথ ২৯ ও দিনেশ রামদিন ৩১ রান করেন। দক্ষিণ আফ্রিকার বোলার ত্রয়ী ভারনন ফিল্যান্ডার, ডেল স্টেইন ও ইমরান তাহির তিনটি করে উইকেট নেন। এর আগে হাশিম আমলার রেকর্ডে শুরু হয় দিনের খেলা। ৬৬ রান করে দক্ষিণ আফ্রিকার দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। এ ছাড়া অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স ৮১ ও ডেভিড মিলার ৭০ রান করেন। অবশ্য ১০ বল বাকি থাকতেই বৃষ্টিতে ইনিংস সমাপ্ত হয় প্রোটিয়াসদের। ক্যারিবীয় বোলারদের মধ্যে আন্দ্রে রাসেল ও জেরোমে টেলর দুটি করে উইকেট নেন। ম্যাচসেরা হন প্রোটিয়াস দলপতি ডি ভিলিয়ার্স।

(ওএস/পি/জানুয়ারি ১৭, ২০১৫)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test