E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাঙ্গুলিকে স্পর্শ করলেন রোহিত

২০১৫ জানুয়ারি ১৮ ১৩:১৩:৩২
গাঙ্গুলিকে স্পর্শ করলেন রোহিত

স্পোর্টস ডেস্ক, ঢাকা : ১৫ বছর বাদে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) রঙিন পোশাকের ক্রিকেটে কোনো ভারতীয় হিসেবে সেঞ্চুরি হাঁকালেন রোহিত শর্মা। রবিবার ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলায় এই কীর্তি দেখান মুম্বাইয়ের ব্যাটসম্যান। যার মাধ্যমে সৌরভ গাঙ্গুলির একটি রেকর্ড ভেঙে ফেলেন ২৭ বছর বয়সী টপ অর্ডার ব্যাটসম্যান।

২০০০ সালের জানুয়ারিতে সর্বশেষ ও প্রথম ভারতীয় হিসেবে সেঞ্চুরি করেছিলেন তৎকালীন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। ১৯৯৩ সালে পাকিস্তানের বিপক্ষে মোহাম্মদ আজহারউদ্দিনের করা অপরাজিত ৯৩ রানের রেকর্ড ভেঙ্গে অস্ট্রেলিয়ার ভেন্যুটিতে ভারতীয় হিসেবে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছিলেন ‘প্রিন্স অব কলকাতা’। রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই নজিরটাই ছাপিয়ে গেলেন রোহিত।

এদিন এ প্রতিবেদন লেখার সময় ১৩১ বলে ১২৭ রান করে অপরাজিত আছেন রোহিত। যাতে ৪৪.২ ওভার শেষে পাঁচ উইকেটে ২৩৭ রান করেছে ভারত। মেলবোর্নে রোহিত-সৌরভ-আজহারের পর চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ সর্বোচ্চ রানের স্কোর শ্রীকান্ত, সৌরভ ও গাভাস্কারের। অস্ট্রেলিয়ার বিপক্ষেই ওই নজিরগুলো গড়েছিলেন তারা।

(ওএস/পি/জানুয়ারি ১৮, ২০১৫)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test