E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিশ্বকাপে আফ্রিদির চোখ থাকবে রেকর্ডের দিকে!

২০১৫ জানুয়ারি ২১ ১৬:৪৮:৫২
বিশ্বকাপে আফ্রিদির চোখ থাকবে রেকর্ডের দিকে!

স্পোর্টস ডেস্ক, ঢাকা : বুমবুম আফ্রিদি নামটা হয়েছে হুড়মুড় চার ছক্কা মারার কারণেই। ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে কম বলে সেঞ্চুরির রেকর্ড ছিল শহীদ আফ্রিদির দখলে। প্রায় দেড় যুগ ধরে সবচেয়ে এই রেকর্ড দখলে রেখেছিলেন এই পাক অলরাউন্ডার। ২০১৩ সালে নিউজিল্যান্ডের কোরি অ্যান্ডারসন সেই রেকর্ড ভাঙেন। কয়েকদিন আগে অ্যান্ডারসনের রেকর্ডও ভেঙেছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। এখন বিশ্বকাপেই কম বলে সেঞ্চুরির রেকর্ডটা আবারও নিজের দখলে নিতে চান আফ্রিদি।

বিশ্বকাপ শেষেই ৫০ ওভার ক্রিকেট থেকে অবসরে যাবেন আফ্রিদি। তাই রেকর্ড পুনঃদখলের জন্য সময় পাবেন খুবই কম। নাইরোবিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৭ বলে ১০২ রান করে সবচেয়ে কম বলে সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন এই পাক অলরাউন্ডার। ১৭ বছরের মতো যা ছিল তার দখলে। ২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কুইন্সল্যান্ডে এক বল কম খেলে নিজের দখলে নেন সেই রেকর্ড। সবশেষ ডি ভিলিয়ার্স সেই রেকর্ড দখলে নেন ৩১ বলে সেঞ্চুরি করে।

তবে কখনও পরিকল্পনা করে রেকর্ড করা যায় না বলেও উল্লেখ করেন আফ্রিদি। বলেন, ‘এ ধরনের রেকর্ড তুমি কখনও পরিকল্পনা করে করতে পারবে না। বিশেষ দিনে যখন তোমার আত্মবিশ্বাস থাকবে আকাশসম তখনই এটা সম্ভব। যদি আমার সবকিছু সেভাবে যায়, তবে নিউজিল্যান্ড সফরে বা বিশ্বকাপেই চেষ্টা করব ডি ভিলিয়ার্সের রেকর্ড ভাঙতে।’

(ওএস/পি/জানুয়ারি ২১, ২০১৫)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test