E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভারতকে হারানোর বিশেষ ইচ্ছা মিসবাহর

২০১৫ জানুয়ারি ২১ ১৭:০৬:৪৫
ভারতকে হারানোর বিশেষ ইচ্ছা মিসবাহর

স্পোর্টস ডেস্ক, ঢাকা : অনেক সময় থাকে মূল টুর্নামেন্টের চেয়ে দ্বৈরথটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। পাক-ভারত ক্রিকেট যার মধ্যে অন্যতম। উপমহাদেশের চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের মধ্যে খেলা হলে তা অন্য সবকিছুকে ছাপিয়ে যায়। বিশ্বকাপের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচেই পরস্পরের মুখোমুখি হবে পাকিস্তান ও ভারত। গ্রুপে প্রতিপক্ষ হিসেবে আরও পাঁচটি দল থাকলেও পাক দলপতি মিসবাহ-উল হকের দৃষ্টি সবার আগে ভারতের দিকে। কারণ বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে এখনও জয় পায়নি পাকিস্তান।

সব ম্যাচকেই গুরুত্বপূর্ণ মনে করেন মিসবাহ। তবে ভারতকে হারানোর ইচ্ছাটা বিশেষভাবে প্রকাশ করলেন পাক দলপতি। বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার আগে এমনটি মন্তব্য করেন মিসবাহ। এই ক্রিকেট মহাযজ্ঞের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি ওয়ানডে ম্যাচ খেলবে পাকিস্তান। আর ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে মিসবাহ-আফ্রিদিদের বিশ্বকাপ মিশন।

শেষ আটে যেতে গ্রুপপর্বে সাতটি দলের মধ্যে অন্তত প্রথম চারে থাকতে হবে পাকিস্তানকে। তা ছাড়া বিশ্বকাপের মতো ইভেন্টে ছোট বড় সব খেলাই গুরুত্বপূর্ণ। তবে মিসবাহর মুখে ভারতের সঙ্গে ম্যাচটি আসলো বিশেষভাবে। কারণ বিশ্বকাপে দলটির বিপক্ষে পাঁচবারের মুখোমুখি সাক্ষাতে এখনও জয়ের দেখা পায়নি পাকিস্তান। সেই ধারাটা এবার ভাঙতে চান তিনি।

বলেন, ‘সব ম্যাচই গুরুত্বপূর্ণ। তবে ভারতকে হারানোর বিশেষ ইচ্ছা আছে। আমরা পুরো মনযোগ দিয়ে খেলতে চাই ও পূর্বের ধারাটা ভাঙতে চাই।’

(ওএস/পি/জানুয়ারি ২১, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test