E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভারতকেই ফেভারিট মানছেন দ্রাবিড়

২০১৫ জানুয়ারি ২১ ১৭:১১:৫৯
ভারতকেই ফেভারিট মানছেন দ্রাবিড়

স্পোর্টস ডেস্ক, ঢাকা : ভারত প্রায় তিন দশক পর ২০১১ সালে দ্বিতীয়বার বিশ্বকাপ শিরোপা জিতে। সেটিও আবার ঘরের মাটিতে। আগামী মাসেই শুরু হবে বিশ্বকাপের পরবর্তী আসর। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের যৌথ আয়োজনে হবে একাদশ বিশ্বকাপ। যেখানে উপমহাদেশের দলগুলেকে তুলনামূলক কম ফেভারিট মনে করা হচ্ছে। পেস বান্ধব উইকেটে এ অঞ্চলের দলগুলোর জন্য খেলাটা কঠিন হবে। কিন্তু ভারতের সাবেক লিজেন্ড রাহুল দ্রাবিড় মনে করছেন বিশ্বকাপ শিরোপা ধরে রাখার ক্ষেত্রে ফেভারিটের তালিকায় আছে তার দল।

এই সমীকরণ মেলানোর ক্ষেত্রে দ্রাবিড় তার যুক্তি তুলে ধরেন। কারণ ভারত দলে একাধিক ম্যাচ উইনার আছেন। শেষ আটে যাওয়াটা এই মানের দলের জন্য তুলনামূলক সহজ। এরপর তিনটি খেলায় জিততে হবে নকআউট পর্বে। যেই তিন ম্যাচে জয়ের জন্য যথেষ্ট পরিমাণ ক্রিকেটার ভারত দলে আছে বলে মনে করেন দলটির সাবেক এই অধিনায়ক। দ্রাবিড় বলেন, ‘আমার ধারণা বিশ্বকাপ জয়ের একটা ভালো সম্ভাবনা ভারতের আছে। কেননা আমাদের বেশ কয়েকজন ম্যাচ উইনার আছে। এই ফরম্যাটে প্রথম সারির দলগুলোর জন্য শেষ আটে ওঠাটা সহজ। এরপর কেবল তিনটি ম্যাচ জিততে হবে। তার জন্য বিশেষ দিনে কেউ দাঁড়িয়ে গেলে কাজটা সহজ হয়ে যাবে।’

অস্ট্রেলিয়ায় এখন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলছে ভারত। যেখানে প্রথম দুই ম্যাচে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কাছে হেরেছে ভারত। তার আগে টেস্ট সিরিজেও হেরেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। এ অবস্থায় ভারতের বিশ্বকাপ সাফল্য নিয়ে সংশয় তৈরি হওয়াটাই স্বাভাবিক। হিসাব সহজে মিলিয়ে দিলেও কাজটা যে কঠিন হবে তা মানছেন দ্রাবিড়ও। বলেন, ‘অবশ্য এই কাজটুকু খুব সহজ হবে না। আমি যতো সহজে বললাম দল তেমন নৈপুণ্য প্রদর্শনে সক্ষম। বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনিদের মতো ব্যাটসম্যানের জন্য যে কোনো কিছুই সম্ভব।’

১৫ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের বিশ্বকাপ মিশন। বি গ্রুপে এ ছাড়াও রয়েছে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত।

(ওএস/পি/জানুয়ারি ২১, ২০১৫)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test