E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আইপিএলকেও বিদায় দিলেন মুরলিধরন

২০১৪ মে ০৭ ১৯:০৯:১৬
আইপিএলকেও বিদায় দিলেন মুরলিধরন

স্পোর্টস ডেস্ক, ঢাকা : সব বিদায়ের পর; আর আইপিএলে নয়! মুত্তিয়া মুরলিধরন চলতি আসর শেষে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকেও অবসরের ঘোষণা দিয়েছেন শ্রীলঙ্কান কিংবদন্তী স্পিনার।

ভারতীয মিডিয়ার প্রতিনিধিদের তিনি জানিয়েছেন, ‘আর আইপিএলে নয়। সম্ভবত এটাই আমার শেষ আইপিএল মৌসুম। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার পর করার মতো আমার কিছুই ছিল না, খুবই বিরক্তবোধ করছিলাম বলে আমি আইপিএল, বিগ ব্যাশ ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের মতো আসরে খেলার সিদ্ধান্ত নিয়েছিলাম।’

ভিন্ন ঘরানার অফব্রেক বোলার মুরলিধরন ২০১২ সাল থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলছেন। বিশ্বজয়ী এই বোলার জাতীয় দলের জার্সি গায়ে ১৯৯২-২০০১ সাল পর্যন্ত ১৩৩ টেস্ট, ৩৫০ ওয়ানডে এবং ১২টি টোয়েন্টি২০ খেলেছেন। তিনি বলেছেন, ‘এক ম্যাচে অসাধারণ এক স্পেল বল করার পরই একজনকে আপনি গ্রেট বোলার বলতে পারেন না। আবার একইভাবে সে অনেক বেশি রান দিলেই আপনি তাকে; খারাপ বোলার বলতে পারেন না। আপনি একজন স্পিনার সম্পর্কে ধারণা পেতে চাইলে তার ওয়ানডে ও টেস্ট ম্যাচের পারফরমেন্স দেখতে হবে।’

ভারতীয় বোলার হরভজন সিং এবং যুবরাজ সিংয়ের পাশে দাঁড়িয়েছেন ৪২ বছর বয়সী এ সাবেক তারকা খেলোয়াড়। তিনি তাদের সমর্থন করে বলেছেন, ‘এ দুজনেরই ভারতীয় দলে এখেনো অনেক কিছু দেওয়ার রয়েছে। মুরলিধরন বলেছেন, ‘হরভজন কোনো ভুল করছেন বিষয়টা এমন নয়। রবীন্দ্র জাদেজাসহ রবিচন্দ্রন অশ্বিন গত ২ বছর খুব ভালো করেছেন। একটা দলের সেরা একাদশে ২ জন অফ স্পিনার রাখাটা খুবই বিরল এবং সে সুযোগের জন্য হরভজনকে অপেক্ষা করতে হবে।’ তিনি আরো বলেন, ‘আমাদের সবার জীবনেই উত্থান-পতন ছিল। কিন্তু একই সময় আমাদের ব্যাটসম্যানদের অত্যন্ত কঠিন অবস্থার মধ্যে ভালো করতে হয়েছে। যুবরাজ ভালো অবস্থায় ফিরতে শুরু করেছে এবং এখনো তাকে অনেক দূর যেতে হবে।’

বোলিংয়ের আলোচিত অ্যাকশন নিয়েই সারা বিশ্বে ব্যাপক উন্মাদনা-উত্তেজনা সৃষ্টি করা মুরলিধরন সব ধরণের ক্রিকেট থেকে আসলেই কি অবসরে যাচ্ছেন! একজন মুরলি কখনই মাঠের বাইরে যেতে পারেন না, এটা শেষ কথা। হয়তো বা তখন ভিন্ন বেশে।

(ওএস/পি/মে ০৭,২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test