E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিশ্বের শীর্ষ বাজেটের ক্লাব রিয়াল মাদ্রিদ

২০১৫ জানুয়ারি ২২ ১৭:০৮:১২
বিশ্বের শীর্ষ বাজেটের ক্লাব রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক, ঢাকা : আঁতকে ওঠার কিছু নাই বার্সেলোনা সমর্থকদের। কারণ হিসাবটা মাঠের পারফরম্যান্সের নয়। বিশ্বের শীর্ষ বাজেটের ক্লাবের তালিকায় সেরা তিনে নাম নেই বার্সেলোনার। তবে লা লিগায় দলটির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের অবস্থান শীর্ষে। ২০১৩-১৪ মৌসুমের হিসাব অনুযায়ী এই তালিকা তৈরি করা হয়েছে।

বার্ষিক রাজস্ব হিসাব অনুযায়ী টানা দশমবারের মতো রিয়াল মাদ্রিদ শীর্ষস্থান ধরে রেখেছে। তবে বার্সেলোনা বেশ খানিকটা ছিটকে পড়েছে। কাতালানদের আগে ম্যানচেস্টার ইউনাইটেড ও বায়ার্ন মিউনিখ স্থান করে নিয়েছে। আর বার্সা আছে চার নম্বরে। আগের মৌসুমের তুলনায় বার্সার খরচ বেড়েছে মাত্র দুই মিলিয়ন ইউরো। যা সেরা ১০টি ক্লাবের মধ্যে সর্বনিম্ন। ২০১৩ সালের গ্রীষ্মে ব্রাজিলিয়ান তারকা নেইমারকে দলে ভেড়ায় বার্সেলোনা। এরপর দুই মৌসুমে পুরো দুই শতাংশ বাণিজ্যিক রাজস্ব কমেছে। এর অন্যতম কারণ ক্লাবটির প্রেসিডেন্ট সান্দ্রো রোসেলের কেলেঙ্কারি।

আর্থিকভাবে বার্সেলোনার এই পতনের ব্যাখ্যা দেন স্পোর্টস বিজনেস গ্রুপ ডেলত্তির জ্যেষ্ঠ ব্যবস্থাপক অস্টিন হলিন। এই সময়ে ক্লাবটি সেরকম সাফল্য না পাওয়ায় স্বাভাবিকভাবেই তাদের অবনমন হয়েছে। অস্টিন বলেন, ‘তিন-চার বছর আগে মাঠে তাদের সাফল্য ছিল দারুণ। স্বাভাবিকভাবেই অর্থনৈতিক ভিতটাও তখন মজবুত ছিল।’ এই তালিকার পাঁচে ফ্রেঞ্চ লিগ জয়ী পিএসজি ও ছয় নম্বরে আছে প্রিমিয়ার লিগ জয়ী ম্যানচেস্টার সিটি। এ ছাড়া সাত, আট ও নয় নম্বরে আছে তিন ইংলিশ ক্লাব চেলসি, আর্সেনাল ও লিভারপুল। আর সবশেষ ১০ নম্বরে আছে আছে ইতালিয়ান সিরি আ চ্যাম্পিয়ন জুভেন্টাস।

(ওএস/পি/জানুয়ারি ২২, ২০১৫)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test