E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ষষ্ঠ উইকেট জুটিতে বিশ্বরেকর্ড

২০১৫ জানুয়ারি ২৩ ১৭:৫৯:১৬
ষষ্ঠ উইকেট জুটিতে বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক, ঢাকা : ডানেডিনে যেন রানের বন্যা বইছে। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সাত ম্যাচের ওয়ানডে সিরিজের পঞ্চম ম্যাচে রেকর্ড গড়েছেন নিউজিল্যান্ডের লুক রঞ্চি ও গ্র্যান্ট ইলিয়ট। ষষ্ঠ উইকেট জুটিতে এ দুজন ওয়ানডেতে সর্বোচ্চ রানের জুটি গড়েছেন। সেই সুবাদে লঙ্কানদের সামনে ৩৬১ রানের বড় লক্ষ্যমাত্রা ছুঁড়ে দিতে সক্ষম হয় স্বাগতিকরা।

এক ধরনের বাজে সূচনার পর কিউইদের প্রত্যাবর্তনটা ছিল অসাধারণ। মাত্র ৯৩ রানের মধ্যে প্রথম পাঁচ উইকেট হারায় নিউজিল্যান্ড। সেখান থেকে স্কোরটাকে চূড়ায় নিয়ে গেছেন রঞ্চি-ইলিয়ট জুটি। বিপর্যস্ত অবস্থায় দলের হাল ধরেন এ দুজন। ষষ্ঠ উইকেটে অপরাজিত ২৬৭ রান করেন। ১৮০ বল থেকে রেকর্ড এ জুটি গড়েন তারা। ওয়ানডে ক্রিকেটে ষষ্ঠ উইকেটে এর আগের সর্বোচ্চ জুটি এককভাবে কোনো দলের ছিল না। এশিয়া একাদশের হয়ে ভারতের মহেন্দ্র সিং ধোনি ও মাহেলা জয়াবর্ধনে ২১৮ রান করেছিলেন। আফ্রিকা একাদশের বিপক্ষে চেন্নাইতে ২০০৭ সালে এই জুটি গড়েছিলেন ইন্দো-লঙ্কান জুটি। কোনো আন্তর্জাতিক ম্যাচে জিম্বাবুয়ের টেটেন্ডা টাইবু ও স্টুয়ার্ট মাতসিকেনিয়েরি ১৮৮ রানের জুটি ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০০৯ সালে এ জুটি গড়েছিলেন তারা।

রঞ্চি ৯৯ বল খেলে ১৪টি চার ও ৯টি ছক্কার মারে ১৭০ রান করেন। একদিনের ক্রিকেটে এটিই তার প্রথম সেঞ্চুরি। ক্যারিয়ারের ৩৬তম ম্যাচে সেঞ্চুরির দেখা পেলেন ৩৩ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। অপরদিকে ইলিয়ট ৯৬ বল থেকে ৭টি চার ও দুটি ছক্কার মারে ১০৪ রান করেন। ইলিয়টের ক্যারিয়ারে দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি এটি। শ্রীলঙ্কার অবশ্য একাধিক সেরা বোলার খেলতে পারেননি। দলে নেই লাসিথ মালিঙ্গ। ইনজুরির কারণে বাইরে আছেন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। সব মিলিয়ে লঙ্কান বোলাররা যেটুকু সাফল্য পেয়েছেন তা প্রথম ২০ ওভারের মধ্যে। শেষ ৩০ ওভারে রাজত্ব করেছেন দুই কিউই ব্যাটসম্যান রঞ্চি ও ইলিয়ট। তাদের এ রাজত্বে হানা দিতে পারেননি লঙ্কান বোলাররা।

(ওএস/পি/জানুয়ারি ২৩, ২০১৫)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test