E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাত ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে নিউজিল্যান্ড

২০১৫ জানুয়ারি ২৩ ১৮:০৮:৫৩
সাত ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক, ঢাকা : নিউজিল্যান্ড লুক রঞ্চি ও গ্র্যান্ট ইলিয়টের রেকর্ড দিয়ে ব্যাটিং শেষ করেছিল। ষষ্ঠ উইকেটে তাদের রেকর্ড জুটিতে ভর করে পাঁচ উইকেটে ৩৬০ রানের বিশাল স্কোর গড়ে কিউইরা। দিলশানের ব্যাটে তার জবাব দিচ্ছিল শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত অবশ্য রক্ষা হয়নি। পরবর্তী ব্যাটসম্যানরা সেই ধারা অব্যাহত রাখতে পারেননি। ফলে ৪৩.৪ ওভারে ২৫২ রান করে অলআউট হয় লঙ্কানরা। ১০৮ রানের এই হারের ফলে সাত ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধানে পিছিয়ে আছেন তারা।

সাত ম্যাচ সিরিজের পঞ্চম ম্যাচে এই হারে শ্রীলঙ্কার সিরিজ জয়ের সব আশা শেষ হয়ে গেল। শেষ দুই ম্যাচ জিতলেও সর্বোচ্চ সিরিজ ড্র করার সুযোগ থাকবে তাদের সামনে। ইনজুরির কারণে অ্যাঞ্জেলো ম্যাথুসের পরিবর্তে লাহিরু থিরিমান্নে অধিনায়কত্ব করেন। এছাড়া লাসিথ মালিঙ্গা ছিলেন না দলে। তাই বোলিংয়ে কিছুটা খর্ব শক্তি নিয়েও শুরুটা দারুণ হয়েছিল শ্রীলঙ্কার। মাত্র ৯৩ রানের মধ্যে প্রতিপক্ষের পাঁচজন ব্যাটসম্যানকে ফিরিয়ে দিতে সক্ষম হন তারা। এরপর যেন প্রাচীরের মতো দাঁড়িয়ে যান রঞ্চি-ইলিয়ট জুটি। অপরাজিত ২৬৭ রান করে অনেকটা ধরাছোঁয়ার বাইরে নিয়ে যান দলকে। রঞ্চি ১৭০ ও ইলিয়ট ১০৪ রান করে অপরাজিত ছিলেন।

জবাবে শুরুটা খারাপ হয়নি শ্রীলঙ্কারও। থিরিমান্নে-দিলশানের ওপেনিং জুটি ৯৩ রান করেন। তবে ৪৫ রান করে লঙ্কান দলপতি ফিরে গেলে দ্রুত অবস্থা পাল্টে যেতে থাকে। একপাশে দিলশান প্রাণপণ লড়াই করলেও অপরপ্রান্তে চলে আসা যাওয়ার পালা। কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে ফিরে গেলে জয়ের আশা ক্ষীণ হতে থাকে। এরপরই দলীয় ২১৫ রানের মাথায় সাজঘরে ফেরেন দিলশান। ১০৬ বল থেকে ১৭টি চার ও একটি ছক্কার মারে ১১৬ রান করেন তিনি। এতে হারটা সময়ের ব্যাপারে পরিণ হয়। বাকি আনুষ্ঠানিকতা সারতে কিউই বোলারদের ৩৭ রান খরচ করতে হয়। কিউই বোলারদের মধ্যে ট্রেন্ট বোল্ট সর্বোচ্চ চারটি উইকেট নেন। রেকর্ড জুটি গড়া দুই কিউই ব্যাটসম্যান লুক রঞ্চি ও গ্র্যান্ট ইলিয়ট যৌথভাবে ম্যাচ সেরার পুরস্কার পান।

(ওএস/পি/জানুয়ারি ২৩, ২০১৫)

পাঠকের মতামত:

২২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test