E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অপ্রতিরোধ্য অস্ট্রেলিয়া, স্মিথের অনন্য রেকর্ড

২০১৫ জানুয়ারি ২৩ ১৮:২২:৩৭
অপ্রতিরোধ্য অস্ট্রেলিয়া, স্মিথের অনন্য রেকর্ড

স্পোর্টস ডেস্ক : কার্লটন-মিড ত্রিদেশীয় সিরিজে একক আধিপত্য ধরে রেখেছে অস্ট্রেলিয়া। টানা তৃতীয় ম্যাচে জয় তুলে নিয়েছে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দলটি। টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে অসিরা জিতেছে ৩ উইকেটে।

টানা তৃতীয় জয়ে ১৩ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে অস্ট্রেলিয়া। অন্যদিকে ৩ ম্যাচে ১ জয় ও ২ হারে ৫ পয়েন্ট নিয়ে ইংল্যান্ডের অবস্থান দ্বিতীয়। আর ২ ম্যাচের দু'টিতেই হেরে এখনও কোনো পয়েন্ট সংগ্রহ করতে পারেনি প্রতিযোগিতার আরেক দল ভারত।

শুক্রবার হোবার্টে ইংলিশদের ৩০৪ রান টপকে অসিদের জেতাতে সবচেয়ে বড় অবদান স্টিভেন স্মিথের। দারুণ এক সেঞ্চুরিতে অনন্য এক রেকর্ডও গড়েছেন তিনি। ইতিহাসের প্রথম কোনো ক্রিকেটার হিসেবে টেস্ট ও ওয়ানডের অধিনায়কত্বের অভিষেকে সেঞ্চুরির বিরল রেকর্ড করেছেন স্মিথ।

ইয়ান বেলের সেঞ্চুরিতে ইংল্যান্ডের করা ৩০৪ রানের জবাবে খেলতে নেমে শুরুটাই দারুণ হয় অস্ট্রেলিয়ার। অ্যারন ফিঞ্চ ও শন মার্শের ওপেনিং জুটিতে ১১.৪ ওভারে আসে ৭৬ রান। মঈন আলীর বলে বোল্ড হওয়ার আগে ফিঞ্চের সংগ্রহ ৩২ রান। এরপর ব্যাটিংয়ে যোগ দেন অধিনায়ক হিসেবে অভিষিক্ত স্মিথ।

দলীয় ৯২ রানে একই ওভারে মার্শ ও ক্যামেরন হোয়াইটকে বিদায় করে স্বাগতিকের অবশ্য চাপে ফেলে দেয় ইংলিশরা। কিন্তু চতুর্থ উইকেটে গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে ৬৯ রানের বড় জুটিতে অসিদের ভালো অবস্থানে নিয়ে যান স্মিথ। ম্যাক্সওয়েল ৩৭ রান করে জো রুটের বলে বিদায় নিলেও একপ্রান্ত আগলে রাখেন অসি অধিনায়ক।

পঞ্চম উইকেটে জেমস ফকনারের সঙ্গে ৫৫ ও ব্র্যাড হাডিনের সঙ্গে ৮১ রানের আরও বড় দু'টি জুটি গড়ে অস্ট্রেলিয়ার জয়ের পথ সহজ করেন স্মিথ। সঙ্গে টেস্টের পর ওয়ানডে অধিনায়কত্বের অভিষেকেও দারুণ এক সেঞ্চুরি তুলে নেন তিনি। শেষ ২ ওভারে অস্ট্রেলিয়ার জয়ের জন্য মাত্র ৫ রান প্রয়োজন ছিল। তবে ৪৯তম ওভারে তারা নিতে পারে মাত্র ৩ রান। ফলে শেষ ওভারে প্রয়োজন পড়ে ২ রান।

কিন্তু শেষ ওভারের প্রথম ২ বল থেকে কোনো রান নিতে পারেননি অসি ব্যাটসম্যান হেনরিকস। তৃতীয় বলে তিনি রান আউট হয়ে ফিরলে ম্যাচ নাটকীয়তায় মোড় নেয়। অবশ্য চতুর্থ ও পঞ্চম বলে যথাক্রমে স্মিথ ও মিচেল স্ট্রার্ক দু'টি সিঙ্গেল নিয়ে ১ বল হাতে রেখে দলের জয় নিশ্চিত করেন। ৯৫ বলে ১০২ রানে অপরাজিত ছিলেন স্মিথ।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের শুরুটাও বেশ ভালো হয়েছিল। ওপেনিং জুটিতে ১১৩ রান সংগ্রহ করেন মঈন ও বেল। মঈন ৪৬ রান করে ফিরলেও জো রুটের সঙ্গে জুটি বেঁধে দারুণ এক সেঞ্চুরি তুলে নেন বেল। দলীয় ২৫৩ রানে বেল ফেরেন ১৪১ রান করে।

এরপর রুটের ৬৯ ও জশ বাটলারের ২৫ রান ছাড়া ইংলিশদের আর কোনো ব্যাটসম্যানই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। ফলে নির্ধারিত ৫০ ওভারে ৩০৪ রানের বেশি সংগ্রহ করতে পারেনি তারা।

(ওএস/এটিআর/জানুয়ারি ২৩, ২০১৫)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test