E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিশ্বকাপে ভারতের যত সেঞ্চুরি

২০১৫ জানুয়ারি ২৩ ১৮:৫৫:৪৯
বিশ্বকাপে ভারতের যত সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক, ঢাকা : ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে কপিল দেব প্রথম ভারতীয় ব্যাটসম্যান যিনি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। বিশ্বকাপের ইতিহাসে ভারতীয় ব্যাটসম্যানদের মোট ২০ টি শতরান করার রেকর্ড রয়েছে। আর সেই তালিকায় সবার উপরেই রয়েছেন লিটল মাস্টার শচীন টেণ্ডুলকার। তাদের নামের পাশে ৬টি সেঞ্চুরির রয়েছে। শচীনের পরেই রয়েছেন সৌরভ। তিনি চারটি সেঞ্চুরি নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।

১. ১৭৫* - কপিল দেব (১৯৮৩ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে)

২. ১০৩* - সুনীল গাভাস্কার (১৯৮৭ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে)

৩. ১২৭* - শচীন টেণ্ডুলকার (১৯৯৬ সালে কেনিয়ার বিরুদ্ধে)

৪. ১৩৭ - শচীন (১৯৯৬ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে)

৫. ১০৬ - বিনোদ কাম্বলি (১৯৯৬ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে)

৬. ১০৪* - রাহুল দ্রাবিড় - (১৯৯৯ সালে কেনিয়ার বিরুদ্ধে)

৭. ১৪০* - শচীন (১৯৯৯ সালে কেনিয়ার বিরুদ্ধে)

৮. ১৮৩ - সৌরভ (১৯৯৯ সালে শ্রীলঙ্কা বিরুদ্ধে)

৯. ১৪৫ - রাহুল দ্রাবিড় (১৯৯৯ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে)

১০. ১০০* - অজয় জাদেজা (১৯৯৯ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে)

১১. ১৫২ - শচীন (২০০৩ সালে নামিবিয়ার বিরুদ্ধে)

১২. ১১২* - সৌরভ (২০০৩ সালে নামিবিয়ার বিরুদ্ধে)

১৩. ১০৭* - সৌরভ (২০০৩ সালে কেনিয়ার বিরুদ্ধে)

১৪. ১১১* - সৌরভ (২০০৩ সালে কেনিয়ার বিরুদ্ধে)

১৫. ১১৪ - বীরেন্দ্র শেবাগ (২০০৭ সালে বাপমুডার বিরুদ্ধে)

১৬. ১৭৫ - শেবাগ (২০১১ সালে বাংলাদেশের বিরুদ্ধে)

১৭. ১০০* - বিরাট কোহলি (২০১১ সালে বাংলাদেশের বিরুদ্ধে)

১৮. ১২০ - শচীন (২০১১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে)

১৯. ১১১ - শচীন (২০১১ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে)

২০. ১১৩ - যুবরাজ সিং (২০১১ সালে ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে)

বিশ্বকাপে ভারতীয় ব্যাটম্যানদের ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশী শতরান ৬টি শচীন, ৪টি সৌরভ, ২টি রাহুল দ্রাবিড় ও শেবাগ এবং ১টি কপিল দেব, গাভাস্কার, বিনোধ কাম্বলি, অজয় জাদেজা, বিরাট কোহলি, যুবরাজ সিংয়ের।

(পিএস/পি/জানুয়ারি ২৩, ২০১৫)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test