E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কেবলমাত্র শর্ত পূরণ করলেই বাংলাদেশ আসবে পাকিস্তান!

২০১৫ জানুয়ারি ২৪ ১৩:৩৪:১০
কেবলমাত্র শর্ত পূরণ করলেই বাংলাদেশ আসবে পাকিস্তান!

স্পোর্টস ডেস্ক, ঢাকা : বিশ্বকাপের পরপরই বাংলাদেশ সফরের কথা রয়েছে পাকিস্তান দলের। সফর সূচি চূড়ান্ত করার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) কিছু শর্ত দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এসব শর্ত মেনে নিলেই কেবল পাকিস্তান দল বাংলাদেশ সফরে আসবে।

বাংলাদেশে সম্ভাব্য এই সফরকাল হবে ১০ এপ্রিল থেকে ৭ মের মধ্যে। দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা দুদলের মধ্যে। এই সফরসূচি চূড়ান্ত করার আগে কিছু শর্ত দিল পিসিবি। যার মধ্যে আছে প্রস্তাবিত সিরিজ থেকে অর্জিত অর্থের ৫০ শতাংশ তাদেরকে দিতে হবে। তাছাড়া অনূর্ধ্ব ১৯ দলকে পাকিস্তান সফরে পাঠাতে হবে। এসব শর্ত মেনে নিলেই কেবল বাংলাদেশ সফর করবে পাকিস্তান দল। শুধু মৌখিক আশ্বাস নয়, লিখিত চুক্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করতে হবে। শুক্রবার এ বিষয়ে পিসিবির গভর্নিং বডি একমত হয়েছে বলে ক্রিকইনফোর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়। আরব আমিরাতে আইসিসির সভায় এ বিষয়ে বিসিবি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নেন তারা। এফটিপির আওতায় পাকিস্তান দলের বাংলাদেশ সফরের বিষয়টি নির্ধারিত হবে। এক্ষেত্রে দুই বোর্ডের ঐক্যমত্যের উপরই নির্ভর করবে সিরিজের ভাগ্য। ২০১১ সালের মধ্যে বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক কোনো সিরিজ হয়নি।

উল্লেখ্য, আইসিসির সহ-সভাপতি পদে ২০১১ সালের শেষ দিকে বাংলাদেশকে সমর্থন দিয়েছিল পিসিবি। বিনিময়ে বাংলাদেশ দলের পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল। পরবর্তীতে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বিসিবি সেই সফর বাতিল করে। আর তাতে ক্ষুব্ধ হয়ে ২০১৩ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে ক্রিকেটারদের পাঠায়নি পাকিস্তান। এরপর থেকেই দুই বোর্ডের মধ্যে এক ধরনের শীতল সম্পর্ক যাচ্ছে।

(ওএস/পি/জানুয়ারি ২৪, ২০১৫)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test