E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বোলিং অ্যাকশন পরীক্ষা সম্পন্ন : আশাবাদী আজমল

২০১৫ জানুয়ারি ২৫ ১১:৩৪:১৭
বোলিং অ্যাকশন পরীক্ষা সম্পন্ন : আশাবাদী আজমল

স্পোর্টস ডেস্ক, ঢাকা : অবৈধ বোলিং অ্যাকশনের কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত সাঈদ আজমল নিজের শোধরানো বোলিং নিয়ে দারুণ আশাবাদী। চেন্নাইয়ে অ্যাকশন পরীক্ষা দেয়ার পর জট পাকানো ‘দুসরা’ নিয়ে ভক্তদের আশার কথা শুনিয়েছেন পাকিস্তানি অফস্পিনার। জানিয়েছেন, তিনি আশা রাখছেন রিশিডিউলড বোলিং অ্যাকশন আইসিসির বেধে দেয়া নিয়মেই মধ্যেই হচ্ছে।

এক সাক্ষাৎকারে আজমল বলেন, ‘আমার মনে হচ্ছে যারা আমার পরীক্ষা নিয়েছে তারা আমার বোলিং অ্যাকশন নিয়ে সন্তুষ্ট। আমি আশাবাদী। তবে পুরো বিষয়টি তাদের (আইসিসি কর্মকর্তা) ওপরই নির্ভর করছে।’ সংযুক্তি হিসেবে ৩৭ বছর বয়সী বোলার আরো যোগ করেন, ‘আমি যদি শুধুমাত্র অফস্পিন করতে চাইতাম তাহলে দুই সপ্তাহের মধ্যেই বৈধ অ্যাকশন সমেত ফিরতে পারতাম। কিন্তু আমি আমার বৈচিত্র্য বজায় রাখতে চেয়েছে। এখন সম্ভবত আমার দুসরা ১৫ ডিগ্রি না ভেঙেই হচ্ছে।’

গত বছরের সেপ্টেম্বরে অবৈধ বোলিং অ্যাকশনে অভিযুক্ত হন পাকিস্তানি বোলার। পরীক্ষায় দেখা যায় দুসরায় সময় আইসিসির বেধে দেয়া ১৫ ডিগ্রির থেকে বেশি কনুই বাকে আজমলের। ফ্লিপারেও কখনো একই সমস্যা দেখা দেয় তার। এরপরই বোলিং অ্যাকশন শোধরাতে কিংবদন্তি স্পিনার সাকলাইন মোশতাকের সঙ্গে নিবিড়ভাবে কাজ করেন তিনি।

(ওএস/পি/জানুয়ারি ২৫, ২০১৫)

পাঠকের মতামত:

২২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test