E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ওয়ালটন ১৬তম জাতীয় ক্রিকেট লিগের উদ্বোধনী

২০১৫ জানুয়ারি ২৫ ১৬:২৬:৩৪
ওয়ালটন ১৬তম জাতীয় ক্রিকেট লিগের উদ্বোধনী

ক্রীড়া প্রতিবেদক : দেশের শীর্ষ ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী ব্র্যান্ড ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছে ‘ওয়ালটন ১৬তম জাতীয় ক্রিকেট লিগ’।

ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ আসর জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) আগের তিন আসরেও টাইটেল স্পন্সর ছিল ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন।


রবিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহসভাপতি মাহবুবুল আনাম এবং বিসিবির পরিচালক ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান।


পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান আর. বি. গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পলিসি ও এইচআরএম বিভাগের নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান, ক্রিয়েটিভ অ্যান্ড পাবলিকেশন বিভাগের অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম ও সিনিয়র এজিএম মিল্টন আহমেদ।


১৬তম জাতীয় ক্রিকেট লিগে মোট চারটি ভেন্যুতে আটটি দল অংশ নেবে। লিগে সাতটি বিভাগীয় দলের সঙ্গে থাকছে ঢাকা মেট্রো।

হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলছে ঢাকা বিভাগ ও বরিশাল বিভাগ। বিকেএসপির-৩ নম্বর মাঠে খেলছে রাজশাহী ও ঢাকা মেট্রো, বিকেএসপির ২ নম্বর মাঠে মুখোমুখি হয়েছে খুলনা ও সিলেট বিভাগ। এ ছাড়া নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে লড়ছে রংপুর ও চট্টগ্রাম বিভাগ।
লিগের প্রথম রাউন্ড শেষ হবে ২৮ জানুয়ারি। দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে ১ ফেব্রুয়ারি থেকে। চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত।


টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ২০ লাখ এবং রানার্সআপ দল ১০ লাখ টাকা পাবে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় পাবেন ১ লাখ টাকা। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারি পাবেন ৭৫ হাজার টাকা করে। প্রতি খেলার ম্যাচসেরা পাবেন ১৫ হাজার টাকা।

(ওএস/এএস/জানুয়ারি ২৫, ২০১৫)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test