E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হরতালে ব্যহত হচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপের টিকিট বিক্রি

২০১৫ জানুয়ারি ২৬ ১৮:২৫:৪০
হরতালে ব্যহত হচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপের টিকিট বিক্রি

স্পোর্টস ডেস্ক, ঢাকা : বাংলাদেশ ও মালয়েশিয়া ২৯ জানুয়ারি বঙ্গবন্ধু গোল্ডকাপের উদ্বোধনী দিনে সিলেট জেলা স্টেডিয়ামে মুখোমুখি হবে। এই ম্যাচের টিকিট বিক্রি রবিবার থেকে শুরু হয়েছে। যথারীতি আজও চলছে টিকিট বিক্রি। সিলেট জেলা স্টেডিয়ামের ধারণা ক্ষমতা ১২ হাজার। কিন্তু টিকিট এর থেকেও বেশি বিক্রির অভিযোগ উঠেছে। সে বিষয়ে সতর্কতা অবলম্বন করেছে গোল্ডকাপের টিকেটিং কমিটি। যাতে কোনোভাবেই ধারণ ক্ষমতার বেশি টিকিট বিক্রি করা না হয়।

এদিকে সিলেট জেলা ফুটবল সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে হরতালের প্রভাবে কাক্সিক্ষত মাত্রায় টিকিট বিক্রি করা সম্ভব হচ্ছে না। রোববারের পর আজও সিলেটে বিএনপির ডাকা হরতাল পালিত হচ্ছে। তাই জেলা ফুটবল সংস্থার পক্ষ থেকে সিলেটকে হরতালের আওতামুক্ত রাখার আহ্বান জানানো হয়েছে।

টিকিট বিক্রি সম্পর্কে জানতে চাইলে সিলেট জেলা ফুটবল সংস্থার সাধারণ সম্পাদক মঈন উদ্দিন আহমেদ বলেন, ‘গতকাল থেকে আমাদের টিকিট বিক্রি শুরু হয়েছে। আজও চলছে। তবে হরতালের কারণে টিকিট বিক্রিতে সমস্যা হচ্ছে। সে কারণে মানুষ টিকিট কিনতে আসতে পারছে না। আজও বিভিন্ন স্থানে হরতাল সমর্থনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই দয়া করে সিলেটকে হরতালের আওতামুক্ত রাখা হোক।’

(ওএস/পি/জানুয়ারি ২৬, ২০১৫)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test